• শনিবার, ৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪২৯
ভূঞাপুরে স্থগিত কেন্দ্রের ভোটে শেষ হাসি হাসলেন রফিক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

ভূঞাপুরে স্থগিত কেন্দ্রের ভোটে শেষ হাসি হাসলেন রফিক

  • ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০২২

সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থগিত কেন্দ্রের চতুর্থ ধাপের পুনরায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন হলো। স্বতন্ত্র (বিএনপি সমর্থীত) আনারস প্রতীকে এগিয়ে থেকেও অবশেষে ৯৮৪ ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে চেয়ারম্যান হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের রফিকুল ইসলাম রফিক।তার প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী আনারস প্রতীকের শরিফুল ইসলাম (শহীদ সরকার) ১ হাজার ১৫৪ ভোটের ব্যবধানে এগিয়ে থেকেও অবশেষে হার মানলেন নৌকার কাছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতহীনভাবে উৎমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাতে বেসরকারিভাবে নৌকার প্রার্থী রফিকুল ইসলাম রফিককে বিজয়ী ঘোষণা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার রেজাইল করিম।

তিনি বলেন, শান্তিপূর্ণভাবে দিনভর ভোটগ্রহণ অনুষ্ঠিত ও সম্পন্ন হয়েছে। স্থগিত এই কেন্দ্রে মোট ৩ হাজার ৩২ জন ভোটার রয়েছে। তারমধ্যে মোট ২ হাজার ৬৭৪ ভোট কাস্ট হয়ে। এরমধ্যে নৌকার প্রাপ্ত ভোট ২ হাজার ২০৭ ভোট, আনারসের প্রাপ্ত ভোট মাত্র ৬৯ ও মোটরসাইকেল প্রাপ্ত ভোট ৩৯৮টি ভোট।

এ নিয়ে মোট ১০টি কেন্দ্রের ফলাফলে নৌকার মোট প্রাপ্ত ভোট ৭ হাজার ৬২ ভোট, আনারসের ৬ হাজার ৭৮ ও মোটরসাইকেল- ৪ হাজার ৯২৫ ভোট। শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) প্রতীকের চেয়ে ৯৮৪ ভোট বেশি পেয়ে অলোয়া ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হন নৌকার রফিকুল ইসলাম রফিক।

গত ২৬ ডিসেম্বর উপজেলায় চতুর্থ ধাপে ৬টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।এরমধ্যে অলোয়া ইউনিয়নের আকালু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিশৃঙ্খলা কারণে ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। পরে ভোটগ্রহণ স্থগিত করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং কর্মকর্তা আনোয়ার হোসেন।

এ ইউনিয়নে তিনজন প্রার্থী চেয়াম্যান পদে নির্বাচনে অংশ গ্রহণ করেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত রফিকুল ইসলাম রফিক (নৌকা), বিএনপি সমর্থিত স্বতন্ত্র শরিফুল ইসলাম সরকার শরিফ (আনারস) প্রতীক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান মো. রহিজ উদ্দিন আকন্দ (মোটরসাইকেল)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads