• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

  • লালপুর (নাটোর) প্রতিনিধি
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২২

লালপুরে কোনোভাবেই বন্ধ হচ্ছে না ফসলি জমিতে পুকুর খনন। সরকারি নিয়ম তোয়াক্কা না করে উপজেলার ১০টি ইউনিয়নের ৩০-৩৫টি স্থানে দেদার চলছে পুকুর খনন। প্রতি দিনই মাটি খেকোদের পেটে যাচ্ছে শত শত বিঘা ফসলি জমি। আর এসব পুকুর খনন করছে এলাকার প্রভাবশালীরা। এসব ফসলি জমির মাটি চলে যাচ্ছে ইটভাটায়। আর এসব ইটভাটাগুলোও অবৈধ্য। বছরের পর বছর এসব অবৈধ্য ইটভাটা চললেও সেগুলো বন্ধে কার্যত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, উপজেলার প্রায় ৩০-৩৫টি স্থানে ফসলি জমিতে পুকুর খনন চলছে। খননকৃত এসব ফসলি জমির মাটি অবৈধ্য ট্রাক্টরের মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন ইটভাটায়। এতে উপজেলার বিভিন্ন সড়কে মাটি পড়ে বৃষ্টিতে পিচ্ছিল কাদা এবং রোদে ধুলায় মাখামাখি হতে হচ্ছে চলাচলকারীদের। ফসলি জমিতে পুকুর খননের ফলে দিন দিন কমে যাচ্ছে ফসলি জমি।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ফসলি জমিতে পুকুর খনন করা নিষিদ্ধ, বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হবে।

এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি শাম্মী আক্তার বলেন, তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানা বলেন, ভেকু চলাকালীন অবস্থায় আপনারা খবর দিবেন। অ্যাকশন নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads