• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯

সারা দেশ

ভোলায় ঘরে ঘরে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন

  • অচিন্ত্য মজুমদার, ভোলা
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০২২

অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস ভোলায় চাই, ঘরে ঘরে গ্যাস চাই। এই স্লোগানকে সামনে রেখে ভোলায় বসতবাড়িতে গ্যাস সংযোগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে ভোলা সদরের ‘সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেড’ এর সামনে ভোলার ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির আয়োজনে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। 

ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে ভোলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) ভোলায় আরও নতুন তিনটি গ্যাসক্ষেত্রের সন্ধান পেয়েছে। এর আগে ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া, টবগী ও সদরের ভেদুরিয়াতে আরও চারটি গ্যাসক্ষেত্র সন্ধান পাওয়া যায়। এই ৭টি গ্যাসক্ষেত্রে বিপুল পরিমাণ গ্যাস মজুত রয়েছে ভোলায়। তাই ভোলায় অগ্রাধিকার ভিত্তিতে গৃহস্থালী গ্যাস সংযোগ, ডিমান্ড নোট অনুযায়ী টাকা জমাদানকারী পরিবারকে জরুরি ভিত্তিতে গ্যাস সংযোগ দেয়া ও গ্যাস সংযোগের জন্য আবেদনকারীদের সংযোগ প্রক্রিয়া শুরু করার দাবি জানান তারা। 

পরে একই স্থানে আন্দোলনকারীরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads