• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
কুষ্টিয়ায় স্কুল ছাত্রী হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার আলোচিত চাঞ্চল্যকর ৭ বছর বয়সী স্কুল ছাত্রী সুরাইয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল

ছবি : বাংলাদেশের খবর

সারা দেশ

কুষ্টিয়ায় স্কুল ছাত্রী হত্যা মামলার আসামীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২২

কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার আলোচিত চাঞ্চল্যকর ৭ বছর বয়সী স্কুল ছাত্রী সুরাইয়াকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে মামলার আসামীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টায় কুষ্টিয়া পূর্ব মিলপাড়া এলাকা থেকে মিছিল শুরু হয়ে থানা ট্রাফিক মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহতের সুরাইয়ার পরিবারের স্বজন সহ মিলপাড়া এলাকার সর্বস্তরের সাধারন জনগন অংশগ্রহন করেন।

এসময় মামলার আসামী মিলপাড়া এলাকার মৃত রেজন ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪৫), দুলুর ছেলে ইনছান (৪৩) ও গোলাম মোস্তফার ছেলে সুমন (৫০) এর ফাঁসির দাবি করে বিক্ষোভ করেন মানববন্ধনে অংশ গ্রহনকারীরা।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ওসি সাব্বিরুল আলমের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করা হলে তিনি বলেন, আসামী গ্রেফতারের জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছি। যে কোন মূল্যে আসামী গ্রেফতার করা হবে। একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদেরও দ্রুত গ্রেফতার করা হবে।

উল্লেখ্য, শনিবার (০৫ মার্চ) সন্ধ্যার পর গলাই ওড়না প্যাচানো অবস্থায় সুরাইয়াকে উদ্ধারের পর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশটি ময়নাতদন্ত করা হয়। সুরাইয়া কুষ্টিয়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের পূর্ব মিলপাড়া এলাকার রুবেল আলীর মেয়ে। সে আলাউদ্দিন আহমেদ একাডেমি স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা মাছ ব্যবসায়ী। পরে নিহত সুরাইয়ার পিতা রুবেল হোসেন বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় উল্লিখিত আসামীদের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads