• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
ক্রিকেট জুয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

প্রতীকী ছবি

সারা দেশ

ক্রিকেট জুয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৬

  • কোটালীপাড়া প্রতিনিধি
  • প্রকাশিত ০৮ মার্চ ২০২২

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ক্রিকেট খেলার সময় জুয়া ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ৬ জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরবর্তীতে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আজ মঙ্গলবার উপজেলার নৈয়ারবাড়ী বাজারে এই ঘটনাটি ঘটেছে। ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ২৩ ফেব্রুয়ারী নৈয়ারবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মাঠের ক্রিকেট খেলাকে কেন্দ্র করে জুয়া ধরতে চেয়ছিল নিতীশ মধু, বিজন মধু, প্রতাপ মধু, দীপক মধু, সুব্রত, সহ কয়েজন যুবক অপরদিকে অন্য পক্ষে মিঠুন বাড়ৈ, হিমেল বাড়ৈ, জুয়েল বাড়ৈ সহ কয়েকজন ক্রিকেট খেলার সাথে জুয়া খেলার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। তখন দুই পক্ষের মাঝে মাঠের মধ্যেই ঝগড়াঝাঁটি শুরু হয়ে যায় এক পর্যায়ে তাদের মাঝে হাতাহাতিও সংগঠিত হয় । এছাড়াও ভুক্তভোগীরা অভিযোগ বিভিন্ন সময়ে ওই পক্ষের লোকজন স্কুল মাঠের প্রতি তাদের প্রভাব বিস্তার করে আসছিল। এই ঘটনার কেন্দ্র করেই গতকাল বিকেলে ৮ নং সরকারি প্রাথমিক বিদ্যলয়ের শিক্ষক বিপুল মধুর নেতৃত্বে নিতিশ মধু, অনিল মধু , সুনিল মধু, নিখিল মধু, বিজন মধু সহ অজ্ঞাতনামা ২০ জন দেশীয় অস্ত্র দা, কুড়াল, লোহার রড নিয়ে মিঠুন বাড়ৈ, হিমেল বাড়ৈ, জুয়েল বাড়ৈ, পলাশ বেপারী ও নিরেন বাড়ৈর উপরে আতর্কিত হমলা চালালে তারা গুরুতর ভাবে জখম হয়।

হামলার বিষয়ে নেতৃত্ব প্রদানকারী শিক্ষক বিপুল মধুর সাথে কথা হলে তিনি বলেন, খেলা নিয়ে ছেলেদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে। আমি একজন সরকারি চাকুরীজীবি, আমার একটি ডিপার্টমেন্ট রযেছে তাদের সাথে যোগাযোগ করে আমি বিষয়টি সমাধান করে নিবো।

এই সংঘর্ষের ঘটনায় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ মো: জিল্লুর রহমান জানায়, এই বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads