• সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪২৯
বাড়ির সামনেই প্রাণ গেল শিশু মালিহার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বেপরোয়া অটোর ধাক্কা

বাড়ির সামনেই প্রাণ গেল শিশু মালিহার

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ১২ এপ্রিল ২০২২

স্কুল ছুটি হইচই করতে করতে স্কুল ব্যাগ কাঁধে নিয়ে এক ভোঁ দৌড়। অন্য সহপাঠিদের সাথে খুঁনসুটি করতে করতে বিদ্যালয়ের মাঠ পাড়ি দিয়ে অটোতে চেপে বসে শিশু মালিহা। আরও সহপাঠি ছিল অটো রিকাশায়। নেমে পড়ে পথে পথে যার যার বাড়ির কাছে। আর একটু এগিয়ে নিজের বাড়ির সামনে নামতেই মালিহার সব উল্লাস আনন্দ চিরতরে শেষ। দ্রুত গতির এক বেপররোয়া ব্যাটারি চালিত অটোরিকশা চাপা দিলে প্রাণ মূর্হুতের মধ্যেই প্রাণ প্রদীপ নিভে গেল সদা হাস্যউজ্জল শিশু মালিহা মমতাজের। সড়কে পড়ে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আজ মঙ্গলবার দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরমী -মাওনা আঞ্চলিক সড়কের পাঠানটেক এলাকায় এ মর্মান্তির এ সড়ক দুর্ঘটনা ঘটে। স¦জনের আহাজারিতে এলাকার বাতাস ভারি হয়ে উঠেছে।

নিহত শিশু মালিহা মমতাজ (৬) স্থানীয় পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে পাঠানটেক এলাকার ঠিকাদারি ব্যবসায়ি মফিজ উদ্দীন মিন্টুর মেঝু মেয়ে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। শিশু সন্তানকে হারিয়ে বার বার মূর্ছা যাচ্ছিলেন।

নিহত মালিহার চাচা ইউসুছ আলী জানান, সকালে স্কুলে যায় মালিহা। স্কুল ছুটি হওয়ার পর কয়েকজন সহপাঠিদের নিয়ে একটি অটো রিকশায় করে বাড়ি ফিরছিল সে। পথে অন্যরা (শিক্ষার্থী) নেমে পড়ে। তাকে বহন করা অটোরিকশা বাড়ির কাছে আসলে সে নামতে চেষ্টা করে। এ সময় পশ্চিম দিক থেকে দ্রুত গতির একটি বেপরোয়া ব্যাটারি চালিত অটোরিকশা তাকে চাপা দেয়। এ সময় মালিহার মাথা থেঁতলে ও গলায় অটোর একটি রড ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে। রক্তমাখা স্কুল ড্রেস আর ব্যাগ নিয়েই সড়কে নিথর পড়ে ছিল মালিহা। স্থানীয়রা অটোরিকশা আটক করে। চালক পালিয়ে গেছে।

পাঠানটেক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নুরজাহান বেগম বলেন, আজও মলিহার শেষ শ্রেণি ক্লাশটা আমি নিয়েছি। ক্লাশ শেষে অন্য শিশুদে সাথে হইহুল্লুর করতে করতে স্কুল ছাড়ল। ঘন্টাখানে পরেই এমন মর্মান্তিক খবর আসল। একে বারে বিশ্বাস করতে পারছিনা মালিহা মারা গেছে। কিছুক্ষন আগেও ক্লাশ রুমে যে মালিহার দুরন্তপনা ছিল মুখর সে এখন নিথর মরদেহ। খবর শোনার পর থেকে আর কাজে মন বসাতে পারছিনা। গায়ে শক্তি পাচ্ছিনা। বার বার ফুটফুটে মালিহার মুখটি চোখের সামনে ভেসে উঠছে। তার পরিবারের কথা ভাবরেও গা শিউরে উঠছে। কেমন করে এ শোক কেটে উঠবে।

শ্রীপুর মডেল থানার এসআই রিপন আলী খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। ঘাতক অটো আটক করা গেছে তবে চালক পলাতক রয়েছে। পরিবারের মানবিক আবেদনের কারনে ময়নাতদন্ত ছাড়াই শিশু মালিহার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads