• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আটঘরিয়ায় ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানোর নামে অর্থ আদায়

  • আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২২

পাবনার আটঘরিয়া পৌরসভায় ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানো নামে একটি এনজিও প্রতিষ্ঠান ২০০ টাকা করে আদায় করছে বলে অভিযোগ উঠেছে। আটঘরিয়া পৌরসভার বসতবাড়ি ও বিভিন্ন প্রতিষ্ঠানে এই ডিজিটাল হোল্ডিং প্লেট লাগানো হচ্ছে।

দেখে গেছে, ঐ এনজিও প্রতিষ্ঠানে বাড়ী গিয়ে নগদ ২০০ টাকার বিনিময়ে লাগানো ঐ প্লেটে এনজিও প্রতিষ্ঠানের নাম নেই, শুধু নাম আছে আটঘরিয়া পৌরসভা। প্রশ্ন উঠেছে তাহলে পৌরসভার কর্মচারিরাইতো একাজ করতে পারত। সে ক্ষেত্রে ঐ প্লেটের সবোর্চ্চ দাম হত ৫০ টাকা। কিংবা টিনের প্লেট হোল্ডিং লিখে লাগানো খরচ পড়ত ১০ টাকা।

ডিজিটাল প্লেটের নামে ঐ এনজিওকে সমস্ত পৌরসভা থেকে লাখ লাখ টাকা অর্নথক আদায়ের সুযোগ করে দেয়ায় পৌরবাসী অনেকেই অখুশি, এতে জনগনের তেমন কোন উপকারিতা নাই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads