• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
মনোহরগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রীর ঈদ পূনর্মিলনী

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মনোহরগঞ্জে স্থানীয় সরকার মন্ত্রীর ঈদ পূনর্মিলনী

  • মনোহরগঞ্জ (কুমিল্লা)
  • প্রকাশিত ০৫ মে ২০২২

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। তার যোগ্য নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য এমন কোনো খাত নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। বুধবার নিজ এলাকা কুমিল্লার মনোহরগঞ্জের পোমগাঁওস্থ নিজ বাড়িতে দিনব্যাপি প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠন ও সুধিজনদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি নেতা কর্মীদের জনকণ্যানমূলক কাজে সম্পৃক্ততার মাধ্যমে এলাকার সকল উন্নয়ন নিশ্চিত ও সেবা জনগনের দোরগোড়ায় পৌঁছে দেয়ার আহবান জানান।

মন্ত্রী এলাকার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজ খবর নেন ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রসাশক কামরুল হাসান, এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী মির্জা মো. ইফতেখার, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, জনস্বাস্থ্য কুমিল্লার নির্বাহী প্রকৌশলী নাসির উল্ল্যা, মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, মনোহরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুর রহমান মুহিত, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিউল আলম,উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারন সম্পাদক তাজুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় যুবলীগ সদস্য শাহাদাত হোসেন, উপজেলা যুবলীগ আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান শামিম, সাধারন সম্পাদক আমজাদ হোসেন বিপ্লব প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads