• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
বাজারে উঠেছে ১০ কেজি ওজনের কাতল

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

বাজারে উঠেছে ১০ কেজি ওজনের কাতল

  • আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
  • প্রকাশিত ০৫ মে ২০২২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের সড়ক বাজারে ১০ কেজি ওজনের কাতল মাছ বিক্রি হচ্ছে। গত দুই দিন ধরে সমীর নামে এক মাছ বিক্রেতা বিশাল আকারের বেশ কয়েটি কাতল মাছ তিনি ৫০০ টাকা কেজিতে বিক্রি করছেন। তার এখানে নিচে ৫ কেজি থেকে উপরে ১০ কেজি ওজনের বেশ কয়েকটি কাতল মাছ রয়েছে। বড় আকারের ওইসব মাছ তিনি পৌর শহরের বড় বাজার মৎস্য আড়ৎ থেকে বিক্রির জন্য নিয়ে আসেন। মাছ ব্যবসায়ী সমীর জানায়, এইসব মাছ নবীনগর এলাকা থেকে আখাউড়ায় এসেছে।

স্থানীয় একাধিক মাছ ব্যবসায়ী জানান, এখানে সহসায় বেশী বড় আকারের মাছ স্থানীয় বাজারে খুব একটা উঠেনা। অনেক দিন পর বেশ কয়েকটি বড় আকারের কাতল মাছ বাজারে উঠেছে। এদিকে মাছকে ঘিরে ক্রেতাসহ আশপাশের জনতার ভিড় লক্ষ্য করা যায়।

প্রায় ৯ কেজি ওজনের একটি কাতল মাছ ক্রয় করেছেন মো: মিজান মিয়া নামে এক প্রবাসী। তিনি জানায়, ঈদ উপলক্ষে তার মেয়ের জামাই বেড়াতে এসেছে। বাজার করতে এসে মাছটি দেখে পছন্দ হওয়ায় প্রতি কেজি ৫শ টাকা করে ৪হাজার ৫শ টাকায় কিনে নেন।

আখাউড়া প্রেস ক্লাবের সহ-সভাপতি জুটন বনিক বলেন, এমনিতেই বাজারে বড় আকারের মাছ তেমন দেখা যায় না। তরতাজা কাতল মাছ দেখতে পেয়ে তিনি প্রায় ১০ কেজি ওজনের একটি মাছ ক্রয় করেন।

মাছ ব্যবসায়ী অনিল জানান, আমাদের আড়তে বিক্রেতারা বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে আসেন। এখানে সব সময় বড় ওজনের মাছ আসেনা। বড় আকারের মাছগুলো মূলত ঢাকাসহ দেশের অন্যান্য জায়গয় চলে যায়। তবে মাঝে মাঝে এখানে বড় আকারের বোয়াল, কার্প জাতীয় মাছ নিয়ে আসেন বিক্রেতারা।

তবে এই কাতল মাছ মূলত নবীনগর থেকে এসেছে । এক মাছ ব্যবসায়ী দেশীয় পদ্ধতি তার পুকুরে চাষ করেন। জাল দিয়ে ওই মাছ উঠিয়ে তিনি বিক্রি করতে আখাউড়ায় নিয়ে আসেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads