• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
দুই চেয়ারম্যানসহ তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

ইউপি নির্বাচন

দুই চেয়ারম্যানসহ তিন বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০২২

টাঙ্গাইলের মির্জাপুরে আওয়ামী লীগের দলীয় সিন্ধান্তকে অমান্য করে আসন্ন ইউপি নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় দুই চেয়ারম্যানসহ তিনজনকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ। গত শুক্রবার উপজেলা আ.লীগের সভাপতি-সম্পাদক স্বাক্ষরিত দলীয় প্যাডে এ বহিষ্কারাদেশ দেয়া হয়।

বহিষ্কৃতরা হলেন, উপজেলা আ.লীগের সাবেক সদস্য ও বহুরিয়া ইউনিয়ন আ.লীগের সদস্য রেজাউল করিম বাবলু, ফতেপুর ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আ.লীগের সদস্য মো. হুমায়ুন তালুকদার, আজগানা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সিকদার।

দলীয় সুত্রে জানা যায়, বহিষ্কৃত তিনজনই আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়, যা আ.লীগের গঠনতন্ত্র মোতাবেক ৪৭ (ক) ও (ঠ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ। তাই ওই তিনজনকে কেন্দ্রীয় আ.লীগের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত বলেন, আ.লীগের অঙ্গীকারনামার শর্ত ভঙ্গ করে দলের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ায় তাদের তিনজনকে গঠনতন্ত্র মোতাবেক বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads