• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
শ্রীপুরে ধরা পড়েছে বিরল প্রজাতীর লজ্জাবতী বানর

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

শ্রীপুরে ধরা পড়েছে বিরল প্রজাতীর লজ্জাবতী বানর

  • শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ মে ২০২২

গাজীপুরের শ্রীপুরে বিরল প্রজাতীর এক লজ্জাবতী বানর ধরা পড়েছে। গাছের আম পাড়তে গিয়ে এ বানরটি চোখে পড়ে এক শিশুর। পরে কয়েক শিশু মিলে কাপড় দিয়ে জাপটে ধরে ফেলে লজ্জাবতী বানরটিকে। শ্রীপুর পৌরসভার ৩ নম্বর ওর্য়াডের পৌর করস্থান এলাকার খাসপাড়া গ্রামে শুক্রবার বিকালে ধরা পরে লজ্জাবতী বানরটি। পরে আজ শনিবার বন বিভাগের লোকজনকে খবর দেওয়া হয়। সন্ধ্যায় বন্য প্রাণী অপরাধ দমনের একটি দল লজ্জাবতী বানরটি উদ্ধার করে নিয়ে যায়। বন্যপ্রাণী অপরাধ দমনের পরিদর্শক নার্গিস সুলতানা লিজার নির্দেশনায় জনিয়র ওয়াইল্ড লাইফ স্কউট সাদেকুল ইসলাম লজ্জাবতী বানরটি (উদ্ধার) বুঝে নেন।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকালে পৌর করস্থানের পাশে রাজীবের বাড়ির একটি আম গাছ থেকে কিছু পাকা আম পাড়তে এক নারী গাছে তোলে দেন শিশু রাজনকে। পরে শিশু রাজন আম গাছে উঠে আম পাড়ার সময় চোখে পড়ে এ লজ্জাবতী বানরটি। এ সময় শিশু রাজন ভয়ে গাছ থেকে লাফিয়ে পড়েন। পরে আবাও গাছে উঠে বানরটি দেখতে পেলে আরও কয়েক শিশু মিলে কাপড় দিয়ে ঝাপটে ধরে ফেলে ধীর গতির লজ্জাবতী বানরকে। লজ্জাবতী বানরটি ধরে বাড়িতে নিয়ে আসে শিশু রাজন। এ সময় বাড়ির একটি লোহার খাঁচায় আটকে রাখে। খবর পেয়ে এলাকার মানুষ অচেনা এ প্রাণীকে দেখতে তাদের বাড়িতে ভীড় করেন।

শিশু রাজনের বাবা আবুল হোসেন জানান, আমার ছেলে রাজন প্রতিবেশী এক চাচীর আম পাড়তে গিয়ে গাছে অদ্ভুত এ প্রাণীটি দেখতে পায়। পরে ভয়ে গাছ থেকে নেমে পড়ে সে। এ সময় অন্য শিশুরা তার সাথে মিলে একসময় প্রাণীকে ধরে বাড়িতে নিয়ে আসে। পরে জানতে পারি এটি দুর্লভ প্রাণী লজ্জাবতী বানর।

শিশু রাজন হোসেন (১২) জানান, শুক্রবার বিকালে আমি গাছে আম পাড়তে গিয়ে এ প্রাণীটিকে দেখতে পাই। এ সময় আমি প্রথম দেখেই ভয়ে গাছ থেকে নেমে পড়ি। পরে আমার অন্য সহপাঠিদের বললে তারা আমার সাথে আম গাছে উঠে ধরার চেষ্টা করে। এ সময় প্রাণীটি গাছের নিচের দিকে নেমে আসলে কাপড় দিয়ে ধরে ফেলি। পরে বাড়িতে নিয়ে যাই। সকালে অনেকে দেখতে এসেছে প্রাণীটি। তবে প্রাণীটি বেশ নিরীহ ও শান্ত প্রকৃতির। রাতেই কলা আম ্ও ঘাস খেতে দিয়েছি।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের জুনিয়র স্কাউট সাদেকুল ইসলাম বলেন, এ অঞ্চলে লজ্জাবতী বানর থাকার রের্কড নাই। বহু বছর আগেই এ সব অঞ্চল থেকে হারিয়ে গেছে লজ্জাবতী বানর। এগুলো কিছু কিছু দেখা যায় উত্তরের জেলা শেরপুর ও সিলেটের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। তিনি বলেন, কোনো পাচারকারী চক্রের মাধ্যমে এ অঞ্চলে এটি আসতে পারে। এটি উদ্ধার করতে আমরা এসেছি।

বন্য প্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক নারর্গিস সুলতানা লিজা জানান, আমরা খবর পেয়েছি। আমাদের একটি উদ্ধার টিম যাচ্ছে লজ্জাবতী বানরটি উদ্ধার করেছে। উদ্ধারের পরে আমাদের ঊর্ধোতন কর্তৃপক্ষের নির্দেশে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads