• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
সেই চার বোন উদ্ধার

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সেই চার বোন উদ্ধার

  • নাঙ্গলকোর্ট (কুমিল্লা) প্রতিনিধি
  • প্রকাশিত ০৪ জুন ২০২২

নাঙ্গলকোটে পারিবারিক কলহের কারণে অভিমান করে সাত দিন আত্মগোপনে থাকার পর চার বোনকে উদ্ধার করে পারিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। গত বৃহস্পতিবার রাতে তাদের উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। চার বোন হলো- নাঙ্গলকোট আফসারুল উলুম কামিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষ ছাত্রী তাসনিম জাহান (১৭), অষ্টম শ্রেণির মারজাহান (১৪), ষষ্ঠ শ্রেণির তাজিন সুলতানা (১২) ও সবার ছোট বোন নারুয়া তা’লিমুল কোরআন মডেল মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী মাইশা সুলতানা (৬)।

সংবাদ সম্মেলনে পুলিশ পরিদর্শক তৌহিদুল ইসলাম জানান, বাবা মজিবুল হক বদমেজাজি। প্রায়ই ঝগড়া করে মায়ের সঙ্গে। গত ২৫ মে বুধবার সকালেও মা-বাবার মধ্যে ঝগড়া হয়। এ সময় বাবা রাগ করে চার বোন ও মা মাসুদা বেগমকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন। পরে ওই দিন বিকালে বড় বোনের পরামর্শে নানার বাড়িরে চলে আসেন তারা। ২৭ মে সকালে নানাবাড়ি নারুয়া থেকে বের হয়ে বড় ফতেপুর বাজার থেকে সিএনজিযোগে নাঙ্গলকোট বাজারে চলে আসে চার বোন। সেখান থেকে কুমিল্লা সুপার বাসে উঠে কুমিল্লার জাঙ্গালিয়া এলাকায় যায়। সেখানে অপরিচিত অটোরিকশাচালকের মাধ্যমে হালিমা বেগম (৫০) নামে একজনের এক কক্ষের একটি বাসা ভাড়া নেয় তারা। এরপর বৃহস্পতিবার বিকেলে তাদের মা মাসুদা বেগমের মুঠোফোনে কল করে বলে তারা কুমিল্লার জাঙ্গালিয়া আছেন। খবরটি পিবিআই কে জানালে ওই দিন রাতে তাদের উদ্ধার করেন পিবিআই।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads