• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তারকা মসজিদ যমুনায় বিলীন

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

তারকা মসজিদ যমুনায় বিলীন

  • আব্দুল কুদ্দুস, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ১৪ জুন ২০২২

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এবার বিলীন হলো ঐতিহ্যবাহী তারকা মসজিদ। গতকাল সোমবার সকালে এনায়েতপুর থানা সদরের ব্রাহ্মণগ্রামের নান্দনিক নকশায় নির্মিত মসজিদটি নদীতে চলে গেছে। এছাড়া গত এক সপ্তাহে প্রায় ৩৫টি বসতভিটা বিলীন হয়ে যায় যমুনায়। চোখের সামনে নামাজের ঘর বিলীন হওয়ায় কান্নায় ভেঙে পড়েছেন এলাকাবাসী। তারা অভিযোগ করেছেন, ভাঙনরোধে সংশ্লিষ্টরা সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না। তবে পাউবো সূত্র বলছে, ভাঙন ঠেকাতে জিওব্যাগ ফেলা হচ্ছে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার ভোর থেকে হঠাৎ করে যমুনা নদীতে স্রোতে ও ঘূর্ণাবর্তে সৃষ্টি হয়। দেখতে দেখতে নদীপাড়ের শুরু হয় ভাঙন। বিলীন হয়ে যায় তারকা জামে মসজিদের পূর্বাংশের প্রদান ফটক। এ ছাড়া মসজিদের বারান্দাসহ অর্ধেকের বেশি। এতে মুহূর্তের মধ্যে নদীপাড়ে আতঙ্ক শুরু হয়ে যায়। মসজিদের পাশে প্রায় ৪৫ মিটার এলাকায় এখন ভাঙন চলছে। তবে এখনো ভাঙন ঠেকাতে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পাউবো বলে ক্ষতিগ্রস্ত এলাকাবাসী আক্ষেপ করেছেন।

মসজিদের ইমাম হাফেজ জহুরুল ইসলাম বলেন, ফজরের নামাজ পড়েছি। হঠাৎ করে ভোরবেলা থেকে ভাঙনে বিলীন হয়ে গেল এলাকার ঐতিহ্যবাহী তারকা জামে মসজিদ। নদীপাড়ে প্রায় বেশ কয়েক বছর ধরে মসজিদটি দেখার জন্য বহু মানুষ নিয়মিত আসত। ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক।

এদিকে খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া বলেন, ব্রাহ্মণগ্রাম থেকে পাচিল পর্যন্ত নদীর তীর সংরক্ষণে ৬৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন ও কাজ শুরু হয়েছে। তারপরও কেন এই ভাঙন। কাজের অগ্রগতি ও সঠিক তদারকির অভাবেই বারবার নদীপাড়ে ভাঙন। তারকা মসজিদসহ বাহ্মণগ্রামের প্রায় অর্ধশত বসতভিটা নদীতে চলে গেছে। এলাকা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads