• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
মান্দা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মান্দা উপজেলা প্রেস ক্লাবের নতুন কমিটির অভিষেক

  • মান্দা (নওগাঁ) প্রতিনিধি
  • প্রকাশিত ২১ জুন ২০২২

মান্দা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত দ্বি-বার্ষিক কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৪টায় উপজেলা সদরের মনির সুপার মার্কেটে অবস্থিত মান্দা উপজেলা প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ অভিষেক অনুষ্ঠিত হয়।

এর আগে মান্দা উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তা, সুধীজন অংশগ্রহন করেন।

অভিষেক অনুষ্ঠানে মান্দা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মজিদ মন্ডল সম্রাটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক।

এসময় বিশেষ অতিথি হিসেবে মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাজিম উদ্দিন মন্ডল, মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ, নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতি বিষয়ক সম্পাদক এস.এম. ব্রহানী সুলতান মাহমুদ গামা, সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. একরামুল বারী টিপু, মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, মান্দা উপজেলা বিএনপির আহব্বায়ক শফিকুর ইসলাম চৌধুরী বাবুল, মান্দা উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মির্জা মাহবুব বেগ বাচ্চু, মান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এমদাদুল হক, সাধারন সম্পাদক নওশাদ আলী, মান্দা উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন, সুশাসনের জন্য নাগরিক (সুজন) নওগাঁ জেলা কমিটির সভাপতি ও বিজয় টিভির নওগাঁ প্রতিনিধি মোফাজ্জল হোসেন, শ্রী শ্রী রঘুনাথ জিউ মন্দির কমিটির সভাপতি সত্যেন্দ্রনাথ, তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক আর.এম.পি.এস. উৎপল চন্দ্র মন্ডল, উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সচিব, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবি, ব্যবসায়ী, সাংস্কৃতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মান্দা উপজেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা মান্দা উপজেলা প্রেস ক্লাবের নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে উপজেলার সার্বিক উন্নয়ন ত্বরান্নিত করার আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads