• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪২৯
দেশের প্রথম ‘পুলিশ জাদুঘর’ গড়ে উঠেছে লালমনিরহাটে

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

দেশের প্রথম ‘পুলিশ জাদুঘর’ গড়ে উঠেছে লালমনিরহাটে

  • এস কে সাহেদ, লালমনিরহাট
  • প্রকাশিত ২৪ জুন ২০২২

পুলিশের গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বাংলাদেশে প্রথম ‘বাংলাদেশ পুলিশ জাদুঘর’ গড়ে উঠেছে। লালমনিরহাটের হাতীবান্ধায় উপজেলায়। ব্রিটিশ আমলের একটি থানা ভবনে গড়ে তোলা হয়েছে  ওই জাদুঘর। 

১৯১৬ সালে নির্মিত ঐতিহাসিক পরিত্যক্ত ভবনটিতে জাদুঘর নির্মাণের উদ্যোগ নেয় লালমনিরহাট জেলার পুলিশ সুপার  আবিদা সুলতানা। গত ২২ জুন জাদুঘরটি উদ্বোধন করেন  পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

২০২০ সালের ১৫ জানুয়ারি এই জেলায় প্রথম নারী এসপি হিসেবে যোগ দেন আবিদা সুলতানা। 

২০১২ সাল থেকে তিনি ঢাকাস্থ বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা কমিটির সদস্যসচিব ছিলেন।  পরে ২০১৭ সালে তিনি জাদুঘরের পরিচালকের দায়িত্ব পান। ওই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাতীবান্ধা থানার পরিত্যক্ত ওই ভবনে বাংলাদেশ পুলিশ জাদুঘর, স্থাপনের কাজ হাতে নেন। 

এ ব্যাপারে পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, ২বছর ধরে এ জেলায় দায়িত্ব পালন করেছি। মাদক, নারী অধিকার ও আলোচিত মামলা নিয়ে মাঠে গিয়ে কাজ করছি। এ জন্য প্রধানমন্ত্রীসহ অনেকের কাছে সম্মান পেয়েছি। এ ছাড়া গত মাসে বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পেয়েছি। র‌্যাংক ব্যাজ পরিয়েছেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। দেশে প্রথম 'পুলিশ জাদুঘর' লালমনিরহাটে নির্মাণের ব্যাপারে তিনি বলেন, লালমনিরহাটের বুড়িমারীর হাসর উদ্দিন বিদ্যালয়ে ৬ নম্বর সেক্টর ছিল। ওই সময়ের এমপি আবেদ আলীর নেতৃত্বে পাটগ্রামের পুলিশ মুক্তি পুলিশ হিসেবে কাজ করেছে। তাই লালমনিরহাটে জাদুঘর নির্মাণ করা অতি জরুরি হয়ে পড়েছিল।

তিনি বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধকালীন রাজারবাগে প্রথম বুলেট ছুড়েছিল পুলিশ। এরপরই বাংলাদেশে ৯ মাস যুদ্ধের পর আমরা স্বাধীনতা পেয়েছি। তাই মুক্তিযুদ্ধের সময় পুলিশের ভূমিকা অনেক বড় ছিল। সেসব প্রেরণা থেকে  পুলিশ জাদুঘর নির্মাণ করা হয়। এছাড়াও ব্রিটিশ আমল থেকেই পুলিশের কৃতিত্বের অনেক গৌরবোজ্জ্বল ইতিহাস ঐতিহ্য রয়েছে। নতুন প্রজন্ম অনেক কিছুই জানে না। তাই পুলিশ জাদুঘর বানানোর সিদ্ধান্ত নেয়া হয়।

জাদুঘরটি উদ্বোধনের পর থেকে এটি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। শিক্ষার্থীসহ দেশ-বিদেশের সব দর্শনার্থী পুলিশের ইতিহাস-ঐতিহ্য জানতে পারবেন।

সরেজমিন জানা যায়, বাংলাদেশ পুলিশ জাদুঘর লালমনিরহাটে মোট সাতটি গ্যালারি রয়েছে। প্রতিটি গ্যালারিতে রাখা নিদর্শনগুলো দর্শক ও গবেষকদের সামনে তুলে ধরতে কাচের আবরণ ও আলোর ব্যবস্থা  রয়েছে। ওই জাদুঘরে বিভিন্ন সময়ে পুলিশ বাহিনীর নানা  তথ্য সবার জন্য উপস্থাপন করা হবে। 

এ ছাড়া গ্যালারিগুলোয় সুলতানি ও মোগল আমল, ব্রিটিশ আমল, ভারতীয় উপমহাদেশে পুলিশের উদ্ভব ও ক্রমবিকাশ তুল ধরা হয়েছে। ২নং গ্যালারিতে রয়েছে ব্রিটিশ আমল, আধুনিক পুলিশের যাত্রা। ৩নং গ্যালারিতে রয়েছে রয়েছে স্বাধীনতাযুদ্ধ, ভারতীয় উপমহাদেশ ও বাংলাদেশ স্বাধীনতাযুদ্ধে পুলিশ। ৪নং গ্যালারিতে রয়েছে ডার্করুম ও গ্যালারি। ৫নং গ্যালারিতে রয়েছে মুক্তাঞ্চলে মুক্তি পুলিশ। মুক্তিযুদ্ধকালে ৬নম্বর সেক্টরের হেডকোয়ার্টার ছিল লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে। সে সময় গঠন করা হয়েছিল মুক্তাঞ্চলের মুক্তি পুলিশ। সেসব কর্মকাণ্ড তুলে ধরাসহ কিছু নিদর্শন থাকছে এই গ্যালারিতে। ৬নং গ্যালারিতে রয়েছে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু ও বাংলাদেশ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং ৭নং গ্যালারিতে রয়েছে বাংলাদেশ পুলিশ গ্যালারি, আধুনিক সময়কাল।

কলেজ শিক্ষক আহসান হাবিব জানান, ওই জাদুঘর থেকে নতুন প্রজন্ম অনেক কিছু পরিচিত হতে পারবে। জানতে পারবে প্রাচীনকালে পুলিশের সব কাজকর্ম থেকে শুরু করে ইতিহাস।আর বাংলাদেশের প্রথম পুলিশ জাদুঘর লালমনিরহাটে করার জন্য, বাংলাদেশ পুলিশ ও পুলিশ সুপার আবিদা সুলতানার প্রতি আমরা কৃতজ্ঞ।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ লালমনিরহাট সাবেক জেলা কমান্ডার মেজবাহ উদ্দিন বলেন, বাংলাদেশের প্রথম পুলিশ জাদুঘর জেলার ব্রিটিশ আমলের একটি থানা ভবনে  নির্মাণ করায় আমারা গগর্বিত। ওই জাদুঘরের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানসহ মুক্তিযুদ্ধের সত্যিকারের ইতিহাস বিষয়ে নতুন প্রজন্ম জানতে  পারবে।

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মতিয়ার রহমান জানান, লালমনিরহাটে বাংলাদেশের প্রথম পুলিশ জাদুঘর নির্মিত হয়েছে, এটি জেলাবাসীর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আরেকটি উপহার। এই জাদুঘর থেকে শিক্ষার্থীরা অনেক কিছু জানতে পারবে। পুলিশ বাহিনীর ইতিহাসের সত্যতা মিলবে এই জাদুঘরে। এজন্য তিনি পুলিশ প্রধানকে ধন্যবাদ জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads