• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
সাটুরিয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর ভাংচুর

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

সাটুরিয়ায় আশ্রয়ন প্রকল্পের ঘর ভাংচুর

  • সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশিত ২৭ জুন ২০২২

মানিকগঞ্জের সাটুরিয়ার দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের ৮টি ঘরের বারান্দার পিলার ভেঙ্গে ফেলেছে দৃবৃর্ত্তরা। শুক্রবার রাতে ওই এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছেন।

সাটুরিয়া উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, দ্বিতীয় কিস্তিতে দরগ্রাম ইউনিয়নের উত্তর রৌহা গ্রামে ১৫ টি আশ্রয়ন ঘর নির্মান করা হচ্ছে। নির্মাণকৃত খাস জমিতে পূর্বে কয়েক ব্যক্তি দখল করে বসবাস করে আসছিল। তাদেরকে উচ্ছেদ করে সেখানে প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ১৫ ঘরের নির্মাণ কাজ চলছিল। এ ঘর নির্মাণের সময় স্থানীয়ভাবে অনেক বাধা বিপত্তি আসে । শুক্রবার রাতে কে বা কারা সে ঘরের বারান্দার পিলারগুলো ভেঙ্গে ফেলেছে।

স্থানীয় কুদ্দুস মিয়া ও সায়েদুর রহমান জানান, দীর্ঘদিন ধরে মালিকানা জমি মনে করে কয়েকজন ব্যক্তি ওই জমি দখল করে বসবাস করে আসছিল। সেই জমি সরকারি খাস বলে সাটুরিয়া সহকারি কমিশনার ভ‚মি কর্মকর্তা দখলমুক্ত করে জমি উদ্ধার করে। দখলমুক্ত করে সেখানে আশ্রায়ন ঘর নির্মাণ করা হচ্ছে। পূর্বে যারা বসবাস করছিল তারাও ভূমিহীন হিসেবে তিনমাস আগে ঘরের জন্য আবেদন করেন ইউএনওর কার্যালয়ে। ওই আবেদনে ত্রুটি থাকায় গত সপ্তাহে আবেদন করেন তারা। আবেদনের তিনদিন পরেই ঘরের পিলার ভেঙ্গে ফেলা হয় বলে তারা জানান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মবকর্তা মো. রবিউল ইসলাম বলেন, বৃস্পতিবার কাজ করে রাজমিস্ত্রিরা চলে যায়। শুক্রবার সাপ্তাহিক কাজ বন্ধ থাকে। শনিবার সকালে কাজ করতে এসে দেখেন ৮টি ঘরের বারান্দার পিলারের খুটি দৃবৃর্ত্তরা ভেঙ্গে ফেলেছে। আমি নির্বাহী কর্মকর্তাকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে আমি নিজে বাদী হয়ে থানায় অজ্ঞাতনামা আসামী করে মামলা করেছি।

সাটুরিয়ার ইউএনও শারমিন আরা বলেন, প্রধানমন্ত্রীর আশ্রায়ন প্রকল্পের ঘর ভাংচুরের দুঃসাহস যারাই দেখান না কেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। থানায় মামলা দেওয়া হয়েছে। আসামীদের খুঁজে বের করে পুলিশ ব্যবস্থা নিবেন বলে তিনি জানান।

সাটুরিয়া থানার ওসি মুহাম্মদ আশরাফুল আলম জানান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাদী হয়ে একটি অজ্ঞাতনামা মামলা করেছেন। তদন্ত করে আসামীদের বের করে আইনের আওতায় আনা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads