• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
১৭ বছর পর মাছের ঘের দখলমুক্ত, এলাকাবাসীর স্বস্তি

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

১৭ বছর পর মাছের ঘের দখলমুক্ত, এলাকাবাসীর স্বস্তি

  • গৌরনদী প্রতিনিধি
  • প্রকাশিত ১৫ জুলাই ২০২২

বরিশালের উজিরপুর উপজেলার পটিবাড়ী এলাকার ১২শ’ একর সম্পত্তির মাছের ঘের ১৭ বছর পর স্থানীয় বাসিন্দাদের জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে। শুক্রবার সকালে জমির মালিক ও স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে ওই মাছের ঘেরে বিভিন্ন প্রজাতির ৫০ মন মাছের পোনা অবমুক্ত করেছেন। ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

পটিবাড়ী মৎস্য প্রকল্প সমিতির সহ সভাপতি ও বরিশাল জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাহাদাত উল ইসলাম সুমন, ছাত্রলীগ নেতা কালিমুল্লাহ, ইউপি সদস্য অমল মন্ডল, শিক্ষক উজ্জল কুমার মন্ডল সহ পটিবাড়ী পটিবাড়ী মৎস্য প্রকল্পের একাধিক সদস্য ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, গত ১৭ বছর পূর্বে সাতলা ইউনিয়নের ১২শ’ একর জমিতে পটিবাড়ী মৎস্য প্রকল্পের মাধ্যমে মাছ চাষ শুরু করা হয়। ওই প্রকল্পের সভাপতি ছিলেন সাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক আজাদ। গত দুই বছর পূর্বে প্রকল্পের সভাপতি খালেক আজাদ মৃত্যুবরন করলে তার ছেলে মশিউর রহমান প্রকল্পের সভাপতি হয়। ১৭ বছর যাবত খালেক আজাদ পরিবারের একক দখলে ছিল পটিবাড়ী মৎস্য প্রকল্প।

তারা অভিযোগ করে আরও বলেন, বৃহৎ এ মৎস্য চাষ প্রকল্প দ্বারা খালেক আজাদ পরিবার ছাড়া কমিটির কোন সদস্য কিংবা জমির মালিকরা কেউ উপকৃত হয়নি। তাই বিক্ষুদ্ধ এলাকাবাসী সম্মিলিত ভাবে ওই প্রকল্পে ৫০ মন মাছের পোনা অবমুক্ত করেছেন। এ বিষয়ে জানতে প্রকল্পের সভাপতি মশিউর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তার নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেয়া যায়নি। অপরদিকে মাছের পোনা অবমুক্ত করার পরপরই শুক্রবার দুপুরে মশিউর রহমানের ছোট ভাই ইউনিয়ন যুবলীগ নেতা মনির হোসেনের নেতৃত্বে শিক্ষক উজ্জল কুমার মন্ডলকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads