• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯
সাংবাদিক রুবেল হত্যা, খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

সাংবাদিক রুবেল হত্যা, খুনিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ

  • কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৮ জুলাই ২০২২

কুষ্টিয়ায় সাংবাদিক রুবেল হত্যার প্রতিবাদ ও জড়িত খুনিদের গ্রেপ্তার দাবিতে কুষ্টিয়া জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিকরা। সোমবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া শহরের বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে জেলা ও উপজেলার সাংবাদিক নেতারাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা সংহতি জানায়। 

নেতারা সাংবাদিক রুবেল হত্যা ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোসহ খুনিদের গ্রেপ্তার দাবি করে।  এই হত্যাকাণ্ডের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও পুলিশ ও মামলার সংশ্লিষ্ট তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এঘটনায় নূন্যতম সন্তোষজনক কোন তথ্য উপস্থাপনে ব্যর্থ হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন।

আন্দোলনের সমন্বয়ক কুষ্টিয়া এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ অবিলম্বে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের গ্রেপ্তার দাবি করেন। অন্যথায় এবার কাফন মিছিলসহ আবারও  লাগাতার কঠোর কর্মসূচি গ্রহন করা হবে বলেও হুঁশিয়ার করেন তিনি।

কুষ্টিয়া টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কুষ্টিয়া প্রেস ক্লাবের নির্বাহী সদস্য হাসান আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক কুষ্টিয়ার কাগজের প্রকাশন সম্পাদক এসএ টিভির প্রতিনিধি নুর আলম দুলাল, কুষ্টিয়া প্রেস ক্লাবের সহসভাপতি রবি বার্তার প্রকাশক সম্পাদক গোলাম মওলা, নির্বাহী সদস্য মাই টিভির কুষ্টিয়ার প্রতিনিধি কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু, প্রথম আলোর প্রতিবেদক তৌহিদী হাসান শিপলু, নিউজ টুয়েন্টি ফোরের স্টাফ রিপোর্টার জাহিদুজ্জামান, চ্যানেল টুয়েন্টি ফোর টিভির স্টাফ রিপোর্টার শরীফ বিশ্বাস, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি ও সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশিদুল ইসলাম বিপ্লব, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সাধারণ সম্পাদক গাজী টিভির প্রতিনিধি সোহেল রানা, কুমারখালী কাঙাল হরিনাথ মজুমদার প্রেসক্লাবের সভাপতি কেএমআর শাহিন, সম্মিলিত সামাজিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সদস্য কারশেদ আলম প্রমুখ। 

এদিকে সাংবাদিক রুবেল হত্যা মামলায় সন্দেহজনক দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে র‌্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পনী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান। তবে রুবেল হত্যা মামলার বাদি নিহতের চাচা মিজানুরের অভিযোগ, রুবেল হত্যার জট এখনও খুলতে পারছে না আইন শৃঙ্খলা বাহিনী। ‘শনিবার র‌্যাব যে দুইজনকে গ্রেপ্তারের দাবি করেছে, তারা শুধু তথ্য দিয়েছে বলে জানাচ্ছে র‌্যাব। হত্যাকাণ্ডের দায় স্বীকার করেননি।

উল্লেখ্য, গত ৩ জুলাই রাতে কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও স্থানীয় কুষ্টিয়ার খবরের ভারপ্রাপ্ত সম্পাদক হাসিবুর রহমান রুবেল নিখোঁজ হন। নিখোঁজের পাঁচদিন পর ৭ জুলাই দুপুরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের নিচে গড়াই নদী থেকে সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads