• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মানুষের পাশে রক্তদাতা সংঘ, ফোন করলেই পাওয়া যায় সেবা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

মানুষের পাশে রক্তদাতা সংঘ, ফোন করলেই পাওয়া যায় সেবা

  • দেলোয়ার কবীর, ঝিনাইদহ
  • প্রকাশিত ২৩ জুলাই ২০২২

কারো এক ব্যাগ রক্ত দরকার, কারো বা পঙ্গুত্ব ঠেকাতে দরকার উন্নত চিকিৎসা বা ছিদ্র হয়ে যাওয়া হার্টের ভাল্ব প্রতিস্থাপনের মতো কঠিন প্রয়োজন, কারো বা ঘরদুয়ার আগুনে পুড়ে গেছে, একটিমাত্র ফোনকলেই তিনি পেয়ে যেতে পারেন কাঙ্ক্ষিত সেবা। রক্তদাতা সংঘের ব্যানারে এ সুমহান দায়িত্বের বোঝা মাথায় নিয়েছেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার হাটফাজিলপুর বাজারিভিত্তিক একদল যুবক-যুবতী। নিরলস এসব কাজ করতে তাদের সমন্বয় করে চলেছেন সম্রাট হোসেন ও হাবিবুর রহমান। মাত্র দু’বছরেরও কম সময়ে রক্তদাতা সংঘ অর্জন করেছে বিরাট খ্যাতি। ওদের কর্মপ্রচেষ্টায় তিন বছরের শিশুকণ্যা সামিয়া ফেরদৌস ফিরে পেয়েছে জীবন। একটিমাত্র সন্তানের জনক-জননী শৈলকুপার কুমিড়াদহ গ্রামের সাজ্জাদুল ইসলাম ও লিপি খাতুনের মতে, বেশ কয়েকটি শিশু ও যুবকের সুচিকিৎসায় ওই সংঘের প্রতি কৃতজ্ঞ বহু হতদরিদ্র মানুষ।

আর তাদের এ কাজে নিরলস পরিশ্রম ও অবদান রেখে যাচ্ছেন ঢাকায় অবস্থানকারি শৈলকুপার দুজন চিকিৎসক। রক্তদাতা সংঘের নেতা বা মডারেটর হাবিবুর রহমান, সমাজসংগঠক সম্রাট হোসেন বিশ্বাস, ইমরান মোল্যা, ইন্দ্রজিৎ বিশ্বাস, শাওন ইসলাম রিহান, শিখন খানসহ কয়েকশ কর্মী বাহিনী। ইন্দ্রজিৎ বিশ্বাস জানালেন, গত পাঁচ বছরে তিনি ১০বার রক্তদান করেছেন। এ ধরণের কাজে তিনি এবং তার সতীর্থরা গর্ববোধ করেন।

শৈলকুপার কুমিড়াদহ গ্রামের কৃষক দম্পতি সাজ্জাদুল ইসলাম ও লিপি খাতুন জানালেন, হার্টের একটি ভাল্বে ছিদ্র নিয়ে জন্মায় তাদের কন্যাশিশু সামিয়া ফেরদৌস। আর্থিক কারণে হয়ে ওঠেনি ওর অস্ত্রোপচার। এই সংঘের সদস্যরা ঢাকায় নিয়ে জাতীয় হূদরোগ ইনস্টিটিউটে ভর্তি করান, প্রধানমন্ত্রীর আনুকূল্য নিয়ে শিশুটির সফল অস্ত্রোপচার করা হয়। সংঘের প্রধান পরামর্শক হাবিবুর রহমান জানালেন, ২০২০ সালের শেষদিকে এলাকার অসহায় মানুষের মুমূর্ষু সময়ে রক্তের প্রয়োজনীয়তা, তাদের চিকিৎসা ও আর্থিক দিক বিবেচনা করে প্রতিষ্ঠা করেন রক্তদাতা সংঘ। হাটফাজিলপুর বাজারের বেশ কয়েকজন ব্যবসায়ী ও এলাকার সাধারন মানুষের মতে, তাদের এলাকায় কোন দুর্ঘটনা ঘটলে বা বিশেষ প্রয়োজনে ছুটে আসেন রক্তদাতা সংঘের সদস্যরা।

বাংলাদেশ নির্বাচন কমিশনের অবসরপ্রাপ্ত যুগ্ম কমিশনার বিশ্বাস লুৎফর রহমান জানালেন, রক্তদাতা সংঘের এমন মহতি কাজ মানুষকে মানবিক হতে ইঙ্গিত দেয়, কাছে টানে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads