• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
মির্জাপুরে দুই মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

ছবি: বাংলাদেশের খবর

সারা দেশ

মির্জাপুরে দুই মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

  • মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ২৯ জুলাই ২০২২

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিতর্ক, কুইজ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শুক্রবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। আয়োজিত অনুষ্ঠানে মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ (এস.কে) পাইলট উচ্চ বিদ্যালয় ও দেওহাটা আলহাজ্ব জোনাব আলী বহুমূখী (এ.জে) উচ্চ বিদ্যালয়ের ৩৩ প্রতিযোগী অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতে কুইজ প্রতিযোগিতায় মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। পরে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়। কম্পিউটারের মনিটর নয়, প্রয়োজন লাইব্রেরির ধুলোপড়া বই শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় এর পক্ষে দেওহাটা উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে সরকারি এস.কে. পাইলট উচ্চ বিদ্যালয় অংশ নেয়। দলনেতাসহ উভয় দলের ৬ জন ৫ মিনিট করে বিতর্ক করেন। নির্ধারিত সময় শেষে যুক্তিখণ্ডনে উভয় দলের দলনেতা আরও ২ মিনিট করে বিতর্ক করেন। বিতর্ক প্রতিযোগিতায়ও মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয় দল বিজয়ী হয়। বিতর্ক শেষে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, গান ও নৃত্য উপভোগ করেন উপস্থিত সকলে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

কুইজ ও বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ শাকিল মিয়া, সহকারী সার্জন ডাঃ মাইশা মারিয়া, সহকারী সার্জন ডাঃ কানিজ ফাতেমা, সহকারী সার্জন ডা. সাবরিনা বিনতে সারা।

বিতর্কে সেরা বক্তা মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অর্পণ সাহা বলেন, এটি আমার প্রথম প্রতিযোগিতা। অংশ নিয়ে আমি সেরা বক্তা হতে পেরে অনেক আনন্দিত। এ অর্জন আমাকে সারাজীবন অনুপ্রেরণা জোগাবে। এ ধরণের আয়োজনে অংশ নিতে পারলে ভবিষ্যতে আরও ভালো কিছু করার চেষ্টা করবো।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, শিক্ষার্থীদের শিক্ষা ও সংস্কৃতিমুখী করে গড়ে তুলতে এমন আয়োজন দারুণ ভূমিকা রাখতে পারে। আমরা উপজেলা নির্বাহী স্যারের এমন উদ্যোগকে উপজেলাজুড়ে ছড়িয়ে দেয়ার চেষ্টা করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শিক্ষা-সংস্কৃতিমুখী হিসেবে গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যতোদিন দায়িত্বে আছি এমন উদ্যোগকে উৎসাহিত করার চেষ্টা করবো।

সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস.এম মনসুর মূসা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, একাডেমিক সুপারভাইজার প্রবীর কুমার চৌধুরী।

এ সময় মির্জাপুর সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম খান, দেওহাটা এ.জে. উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম, সরকারি এস.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রফুল্ল সরকার, প্রেসক্লাব মির্জাপুরের সভাপতি (সাংবাদিক) নিরঞ্জন পাল, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি (সাংবাদিক) মীর আনোয়ার হোসেন টুটুল, সাধারণ সম্পাদক (সাংবাদিক) মো. নাজমুল ইসলাম, মির্জাপুর সাংবাদিক সংস্থার সাধারণ সম্পাদক (সাংবাদিক) মো. জোবায়ের হোসেনসহ দুই বিদ্যালয়ের সব শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত অনেক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ভবিষ্যতেও এ ধরণের সুন্দর আয়োজন যাতে অব্যাহত থাকে সেজন্য প্রশাসনের প্রতি সুদৃষ্টি কামনা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads