• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
বাগেরহাটে অবৈধ পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা

প্রতিনিধির পাঠানো ছবি

সারা দেশ

বাগেরহাটে অবৈধ পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্র সিলগালা

  • বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশিত ১২ আগস্ট ২০২২

বাগেরহাটের মোরেলগঞ্জে একটি অবৈধ পল্লী চিকিৎসক প্রশিক্ষণকেন্দ্র সিলগালা করেছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর আলম। শুক্রবার বেলা ১১ টার দিকে ক্লাস চলাকালীন মোরেলগঞ্জ সদরের বিটিএফ মেডিকেল ইনিস্টিটিউট নামে ওই পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

প্রতিষ্ঠানটি দীর্ঘদিন তাদের কার্যক্রম পরিচালনা করলেও তাদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ কারণে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম প্রতিষ্ঠানের পরিচালক মো. আবুবক্কর সিদ্দীককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের কারাদণ্ড প্রদান করেন। এ সময় প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads