• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
১০ দফা দাবিতে আগারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

প্রতিনিধি পাঠানো ছবি

সারা দেশ

১০ দফা দাবিতে আগারগাঁওয়ে বিক্ষোভ সমাবেশে নেতৃবৃন্দ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৩ নভেম্বর ২০২২

হকার আইন প্রনয়নসহ ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত দাবী সপ্তাহের সর্মসূচীর অংশ হিসেবে আজ সকাল সাড়ে ১১ টায় আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে বাংলাদেশ হকার্স ইউনিয়ন ঢাকা মহানগর উত্তর কমিটির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন উত্তর কমিটির যুগ্ম-আহ্বায়ক রাফিউল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রমিকনেতা সেকেন্দার হায়াৎ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নির্বাহী সদস্য মোতালেব হোসেন, সংগঠনের কেন্দ্রীয় নেতা মোঃ ফিরোজ, উত্তর কমিটির যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, সদস্য সচিব জিহাদ আরিফ, হকারনেতা মাহবুব বিশ্বাস, মোঃ নাদিম প্রমূখ।


প্রধান অতিথির বক্তব্য সংগঠনের সাধরণ সম্পাদক সেকেন্দার হায়াৎ প্রতিটি হকারের জন্য আইডি কার্ডের ব্যবস্থা করার দাবী জারিয়ে বলেন, “ভোটাররা আইডি কার্ড পেলে হকাররা কেন পাবেনা। পূনর্বাসন না করে হকার উচ্ছেদের কোন ও ষড়যন্ত্র চলবে না” উল্লেখ করে তিনি বলেন ‘রাস্তায়, ফুটপাতে হকারদের বসতে হয়। তাদেরকে অন্য জায়গায় বসার ব্যবস্থা বরে দিন তারা চলে যাবে। বিকল্প ব্যবস্থ না করে অতীতে হকা উচ্ছেদের অনেক ষড়যন্ত্র করা হয়েছে সফল হয়নি। আগামী দিনেও হকার উচ্ছেদের কোনও চক্রান্ত ষড়যন্ত্র সফল হবে না।
বিক্ষোভ সমাবেশে অন্যান্য নেতৃবৃন্দ বলেন, হকাররাও গরীব তাদের ক্রেতারাও গরীব। তাদের উচ্ছেদ করা হলে দেশের কোটি কোটি এই গরীব ক্রেতারা তাদের প্রয়োজনীয় পন্য ক্রয় করবেন কোথায়! তারাতো আর বড়লোকদের মতো বড় বড় শপিংমলে ক্রয় করার সামর্থ রাখেনা। নেতৃবৃন্দ অবিলম্বে হকার আইন প্রনয়নের দাবী জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads