• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
৩ রানে হেরে গেল বাংলাদেশ

এ জয়ে সিরিজে ১-১ সমতা টানল ওয়েস্ট ইন্ডিজ

ছবি: সংগৃহীত

ক্রিকেট

৩ রানে হেরে গেল বাংলাদেশ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ২৬ জুলাই ২০১৮

তীরে এসে তরী ডুবলো বাংলাদেশের। বলা যায়, জেতা ম্যাচ হেরেই গেল। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩ রানে পরাজয় বরণ করল টাইগাররা। এ জয়ে সিরিজে ১-১ সমতা টানল ওয়েস্ট ইন্ডিজ।শেষ ওভারে জয়ের জন্য টাইগারদের প্রয়োজন ছিল ৭ রানের। প্রথম বলেই হোল্ডারের বলে উড়িয়ে মারতে গিয়ে আউট হন মুশফিকুর রহিম। দ্বিতীয় ও তৃতীয় বলে মোসাদ্দেককে দিয়ে ডট আদায় করে নেন হোল্ডার। চতুর্থ বলে দুই রান করেন মোসাদ্দেক। পঞ্চম বলে এক রান নিয়ে মাশরাফিকে স্ট্রাইকে দেন মোসাদ্দেক। শেষ বলে জয়ের জন্য প্রয়োজন পড়ে পাঁচ রানের, কিন্তু মাশরাফিকে এক রান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। এতে করে মাত্র তিন রানে হেরে যায় বাংলাদেশ।

২৭২ রানের জবাবে ব্যাটিংয়ে বাংলাদেশের শুরুটা ভালোই হয়। ওপেনিং জুটিতে আসে ৩২ রান। ২৩ রান করে আউট হন এনামুল হক। এরপর সাকিবকে নিয়ে দারুণ জুটি গড়ে তোলেন তামিম ইকবাল। তবে ২৫ ওভারে বিশুর স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে ফেরেন তামিম (৫৪)। ফেরার আগে দ্বিতীয় উইকেটে সাকিবের সঙ্গে ৯৭ রানের জুটি গড়েন তামিম।

তামিম আউট হওয়ার পর বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি সাকিব (৫৬)। কিছুক্ষণ পরই নার্সকে অযাচিত শট খেলতে গিয়ে ফেরেন তিনি। বিশ্বসেরা অলরাউন্ডার ফিরলে দলের হাল ধরেন মুশফিক। মাহমুউদল্লাহকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে দলকে জয়ের দিকে নিয়ে যেতে থাকেন তারা। কিন্তু এক ভুল বোঝাবুঝিতেই তাদের প্রচেষ্টা হার মানে। দলীয় ২৩২ রানে রানআউটে কাটা পড়েন মাহমুদউল্লাহ (৩৯)।

মাহমুদুল্লাহ আউট হবার পরপরই ৫৬ বলে ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি পূরণ করেন মুশফিক। শেষ ১৮ বলে বাংলাদেশের দরকার ছিল ২৭ রান। মুশফিকের সঙ্গে উইকেটে ছিলেন সাব্বির। ৪৮তম ওভারে আসে ১৩ রান। কিন্তু ৪৯তম ওভারের শেষ বলে ১১ বলে ১২ রান করে আউট হয়ে যান সাব্বির। শেষ ৬ বলে তখন দরকার ৮ রান।

হোল্ডারের প্রথম বলে আউট হয়ে সাজঘরে ফিরেন মুশফিক। পরের বলে কোনো রান নিতে পারেননি মোসাদ্দেক। চার বলে দরকার ৮ রান। পরের বলেও রান পেলেন না মোসাদ্দেক। চতুর্থ বলে দুই রান নিলে শেষ দুই বলে দরকার ৬ রান। পঞ্চম বলে আসে এক রান। শেষ বলে মাশরাফি নেন ১ রান।

ক্যারিবীয়দের হয়ে জোসেফ, হোল্ডার, নার্স, পাওল, বিশু সকলেই একটি করে উইকেট লাভ করেন। সিমরণ হেটমায়ার প্লেয়ার অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।

আগামী ২৮ জুলাই সেন্ট কিটসে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads