• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯

সংগৃহীত ছবি

ক্রিকেট

নেপাল, তাজিকিস্তান না ফিলিস্তিন

  • প্রকাশিত ০৬ অক্টোবর ২০১৮

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের লড়াইটা বেশ জমে উঠেছে ‘এ’ গ্রুপে। তিন দলের সামনেই আছে সেমিফাইনালে যাওয়ার সুযোগ। প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে তিন পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে থাকা তাজিকিস্তান দ্বিতীয় ম্যাচেই হেরেছে। তাদেরকে ২-০ গোলে পরাজিত করে শেষ চারের দ্বার উন্মুক্ত করে দিয়েছে ফিলিস্তিনি। এখন শেষ ম্যাচে নেপাল যদি যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনকে হারাতে পারে তাহলে তিন দলের পয়েন্টই হয়ে যাবে সমান। সেক্ষেত্রে বিবেচনায় আনা হবে গোল ব্যবধান। তিন দলই এখন লড়াইয়ের ময়দানে সমানভাবে রয়েছে। তাজিকিস্তান গ্রুপ পর্বের প্রথম লড়াইয়ে নেপালকে পরাজিত করেছিল ২-০ গোলে। আবার তারা হেরেছে সমান ব্যবধানে। আজ যদি নেপাল একই ব্যবধানে ফিলিস্তিনকে ধরাশায়ী করে, সেক্ষেত্রে তিন দলের কার্ড দেখা হবে। যে দল কার্ড বেশি হজম করেছে তারা ছিটকে পড়বে টুর্নামেন্ট থেকে।

ফিলিস্তিনিরা বিশ্ব ফুটবলে গত কয়েক বছরে বেশ উন্নতি করেছে। ২০১৩ সালের পর থেকে তাদের সে উন্নতির ধারা চোখে পড়ার মতো। র্যাংকিংয়েও তাদের উন্নতি হয়েছে অনেক। নিজেদের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। ১০০ নম্বরে থাকা ফিলিস্তিনিদের সঙ্গে শক্তির বিচারে অনেক ফারাক নেপালের। র্যাংকিংয়ে তাদের অবস্থান ১৬০তম স্থানে। দুই দলের মুখোমুখিতেও এগিয়ে যুদ্ধবিধ্বস্ত দেশটি। তিনবারের লড়াইয়ে একবার জয় আছে তাদের ঝুলিতে। আর দুই ম্যাচ ছিল ড্র। তবে ২০১৩ সালের পর নেপালের বিরুদ্ধে আর মাঠে নামা হয়নি ফিলিস্তিনের। কারণ ততদিনে তারা সাউথ এশিয়ার গণ্ডি অতিক্রম করে নাম লিখিয়ে ফেলেছে এশিয়ান লেবেলে। এখন তাদের ভাবনা এশিয়ার সর্বোচ্চ দলগুলোকে নিয়ে। তাই আগের ম্যাচ দিয়ে কোনোভাবেই দুই দলের শক্তি আর সামর্থ্যের বিচার সম্ভব নয়। তাজিকিস্তানের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে যেভাবে লড়াই করেছে ফিলিস্তিনিরা, তা ছিল চোখ ধাঁধানো। গতি আর ছন্দের ফুটবলে সমর্থকদের মন জয় করেছে তারা। এখন তাদের লক্ষ্য নেপালকে বধ করা। যদি নেপাল হেরে যায় কিংবা ড্র করে তাহলে তাজিকিস্তানকে সঙ্গে নিয়েই সেমিফাইনালে যাবে ফিলিস্তিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads