• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
বাংলাদেশ সফরে দলে থাকছেন না গেইল

ক্রিস গেইল

সংগৃহীত ছবি

ক্রিকেট

বাংলাদেশ সফরে দলে থাকছেন না গেইল

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

ভারত ও বাংলাদেশ সফরে ক্রিস গেইলকে দলে পাচ্ছে না ওয়েস্ট ইন্ডিজ। সেই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলবেন বিধ্বংসী এই ওপেনার। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে জানায়, চলমান আফগান ক্রিকেট লিগ ও আসন্ন টি-টেন লিগে খেলার জন্য বাংলাদেশ ও ভারত সফরে খেলবেন না গেইল।

ওয়েস্টইন্ডিজ দল এখন ভারত সফরে ব্যস্ত। দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে শোচনীয় পরাজয় হলেও বাকি আছে আরেকটি টেস্ট। এরপর রয়েছে পাঁচটি ওয়ানডে আর তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।

ইতোমধ্যে ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। দুই বছর পর দেশের হয়ে খেলার সুযোগ ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর সামনে। এক বছর পর টি-টোয়েন্টি দলে এসেছেন কাইরন পোলার্ড। তবে কোনো দলেই জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও অফ স্পিনার সুনিল নারাইনের। দুই দলেই জায়গা পেয়েছেন ওপেনার এভিন লুইস। চোট কাটিয়ে উঠতে পারলে ওয়ানডে দলে থাকবেন পেসার আলজারি জোসেফ।

তবে ব্যাটিং দানব গেইলের দলে না থাকা নিয়ে কথা বলেন ওয়েস্টইন্ডিজ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক কোর্টনি ব্রাউন। তিনি বলেন, গেইল আপাতত দলের হয়ে খেলছে না এই দুই সিরিজে। তবে আশাবাদ ব্যক্ত করেছেন আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ ও ২০১৯ বিশ্বকাপে খেলার ব্যাপারে।

ওয়েস্ট ইন্ডিজ এবার ওয়ানডে দলের জন্য নতুন মুখ হিসেবে পাচ্ছে তিনজনকে - ওপেনার চন্দ্রপল হেমরাজ, অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেন ও পেসার ওশানে টমাস। অ্যালেন ও টমাস জায়গা পেয়েছেন টি-টোয়েন্টি দলেও। এই সংস্করণে নতুন মুখ পেসার ওবেড ম্যাককয়, বাঁহাতি স্পিনার ক্যারি পিয়ের ও ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ড।

আগামী ২১ নভেম্বর ভারতের বিপক্ষে শুরু হবে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ। পরে হবে তিনটি টি-টোয়েন্টি। অক্টোবরে বাংলাদেশ সফরে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

এদিকে বছরের শেষ কয়টা মাস ব্যস্ততায় কাটবে বাংলাদেশ দলের। চলতি মাসেই দুই টেস্ট আর তিন ওয়ানডে খেলতে আসছে জিম্বাবুয়ে দল। এরপরেই আসবে ওয়েস্টইন্ডিজ। বাংলাদেশের সঙ্গে খেলবে একটি পুর্নাঙ্গ সিরিজ।
এই দুই সিরিজ দিয়েই মূলত ২০১৯ বিশ্বকাপের প্রস্তুতি সেরে নিতে হবে বাংলাদেশকে। তাই ঘরের মাঠে এই দুই সিরিজকে মোটেও হালকা ভাবে নিচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জিম্বাবুয়ে আগামী বিশ্বকাপে অংশ না নিতে পারলেও ওয়েস্টইন্ডিজ দলের বিপক্ষে খেলতে হবে বাংলাদেশকে। তাই বিশ্বকাপের আগে তাদের বিপক্ষে খেলতে পারাটা হবে বাড়তি প্রস্তুতি।

ওয়ানডের ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন হোল্ডার (অধিনায়ক), ফ্যাবিয়ান অ্যালেন, সুনিল আমব্রিস, দেবেন্দ্র বিশু, চন্দ্রপল হেমরাজ, শিমরন হেটমায়ার, শেই হোপ, আলজারি জোসেফ, এভিন লুইস, অ্যাশলি নার্স, কিমো পল, রভম্যান পাওয়েল, কেমার রোচ, মার্লন স্যামুয়েলস, ওশানে টমাস।

টি-টোয়েন্টির ওয়েস্ট ইন্ডিজ দল: কার্লোস ব্র্যাথওয়েট (অধিনায়ক) ফ্যাবিয়ান অ্যালেন, ড্যারেন ব্রাভো, শিমরন হেটমায়ার, এভিন লুইস, ওবেড ম্যাককয়, অ্যাশলি নার্স, কিমো পল, ক্যারি পিয়ের, কাইরন পোলার্ড, দিনেশ রামদিন, আন্দ্রে রাসেল, শেরফান রাদারফোর্ড, ওশানে টমাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads