• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

ক্রিকেট

সিরিজ জয়ের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ৩০ নভেম্বর ২০১৮

দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশের লক্ষ্য নিয়ে ঢাকা টেস্টে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। দলীয় পঞ্চাশ রানের আগেই ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। এই বাঁহাতি আউট হবার পর অভিজ্ঞ মমিনুল হক মধ্যাহ্ন বিরতির কিছু আগে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান। আউট হবার আগে মমিনুলের ব্যাট ঠেকে আসে ২৯ রান। রোচের বলে চেজের হাতে ক্যাচ দিয়ে আউট হন মমিনুল।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান।

এর আগে, আবারো হতাশ করলেন সৌম্য সরকার। ওপেনিংয়ে তার উপর ভরসা রাখার কারণে তাকে মিরপুর টেস্টে দলে ডাকা হয়। কিন্তু প্রথম দিনই সে ব্যাক্তিগত ১৯ রান করে আউট হয়ে ফিরে যায়। সৌম্য আউট হবার সময় টাইগারদের দলীয় রান ছিলো ৪২।

এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

এদিকে ইমরুল কায়েসের বদলে দলে এসেছেন তরুণ সাদমান ইসলাম। চট্টগ্রাম টেস্ট চলাকালেই চোট পেয়েছিলেন ইমরুল। ফলে ঢাকা টেস্টে তাকে দলের বাইরে রাখা হয়। তখনই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের ৯৪তম টেস্ট খেলোয়াড় হিসেবে অভিষেক হচ্ছে সাদমানের।

চট্টগ্রামের মতো মিরপুরেও স্পিনের ঘূর্ণিতেই ক্যারিবীয়ানদের বধ করতে চান সাকিব। তাই চার স্পিনার দিয়েই তিনি সাজিয়েছেন দলের রণনীতি। সেরকম কোন পরিস্থিতি তৈরি না হলে আক্রমণাত্মক খেলার কথাও জানিয়েছেন তিনি বৃহস্পতিবারের সংবাদ সম্মেলনে।

এদিকে ওয়েস্ট ইন্ডিজের একাদশে একটি পরিবর্তন এসেছে। শ্যানন গ্যাব্রিয়েলের বদলে একাদশে এসেছেন শেরমন লুইস। চট্টগ্রাম টেস্টে অখেলোয়াড় সুলভ আচরণের কারণে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন গ্যাব্রিয়েল।

একাদশ :

বাংলাদেশ: সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, সাকিব আল হাসান (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ক্রেইগ ব্রেথওয়েট, কাইরন পাওয়েল, শাই হোপ, সুনিল আমব্রিস, রোস্টন চেজ, শিমরন হেটমেয়ার, শন ডোরিচ, জোমেল ওয়ারিকান, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, শেরমন লুইস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads