• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
মাহমুদউল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

মাহমুদউল্লাহ রিয়াদ

ছবি : ক্রিকইনফো

ক্রিকেট

মাহমুদউল্লাহর ব্যাটে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০১ ডিসেম্বর ২০১৮

চার’শ পার হলো বাংলাদেশের স্কোর। ম্যাচের দ্বিতীয় দিনে লাঞ্চের পর মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। সেঞ্চুরির কাছকাছি থাকা মাহমুদউল্লাহর স্কোর ১৪৮ বলে ৮৪ রান। ৮ ইউকেটের বিনিময়ে ৪১৬ রান।

আজ শনিবার ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরুর পর সাকিব আল হাসানকে হারায় বাংলাদেশ। ক্যারিয়ারের ৬ষ্ঠ সেঞ্চুরি মিস করা অধিনায়ক কেমার রোচের বলে শাই হোপের তালুবন্দি হওয়ার আগে খেলেছেন ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে গড়া ৮০ রানের অতি গুরুত্বপূর্ণ ইনিংস। অধিনায়কের বিদায়ের সঙ্গে ভাঙে ১১১ রানের ৬ষ্ঠ উইকেট জুটি। এরপর ৮৮ বলে ক্যারিয়ারের ১৬তম হাফ সেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ রিয়াদ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজে বাদ পড়েও আবারও দলে ফেরার সুযোগটা দারুণভাবে কাজে লাগালেন লিটন দাস। ৫০ বলে ৮ চার ১ ছক্কায় তুলে নেন ক্যারিয়ারের ৪র্থ হাফ সেঞ্চুরি। যদিও ৫৪ রানেই প্যাভিলিয়নে ফিরেছেন তিনি।

এর আগে গতকাল শুক্রবার প্রথম দিনশেষে ৫ উইকেটে ২৫৯ রান তুলেছিল টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ। ক্যারিয়ারের ২৪তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া সাকিব অপরাজিত ছিলেন ৫৫ রানে। তার সঙ্গী মাহমুদউল্লাহ ৩১ রানে অপরাজিত থেকে দিন শেষ করেন। এছাড়া সৌম্য ১৯, মুমিনুল ২৯, মিঠুন ২৯, মুশফিক ১৪ রান করে আউট হন। প্রথম দিনে সেঞ্চুরি মিস করেন অভিষিক্ত সাদমান ইসলাম। ১৯৯ বলে ব্যক্তিগত ৭৬ রানে প্যাভিলিয়নে ফিরেন তিনি।

এর আগে, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ জুটিকে ১১১ রানে থামিয়ে দেন কেমার রোচ। ১৩৯ বলে ৬ বাউন্ডারিতে ৮০ রান করা সাকিব রোচের বলে ফেরেন গালিতে শাই হোপকে ক্যাচ দিয়ে। দ্বিতীয় দিন সকালে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন সাকিব। কালকের ৫৫ রানের সঙ্গে আরও ২৫ রান যোগ করেন তিনি ২৬ বল খেলে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads