• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
ক্যারিবীয়দের ২৫৬ রানের টার্গেট দিলো টাইগাররা

ছবি : সংগৃহীত

ক্রিকেট

ক্যারিবীয়দের ২৫৬ রানের টার্গেট দিলো টাইগাররা

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয় তুলে সিরিজে ১-০ তে এগিয়ে আছে টাইগাররা। আজ মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে তুলেছে ২৫৫ রান। হাফ-সেঞ্চুরি করেছেন ওপেনার তামিম ইকবাল, মুশফিকুর রহিম এবং সাকিব আল হাসান।

মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদের জন্য বিশেষ একটা দিন ১১ ডিসেম্বর। একসঙ্গে পাঁচ সেরার এক’শ তম ম্যাচ। নিঃসন্দেহে বাংলাদেশ ক্রিকেটের জন্য অসাধারণ একটি দিন। এমন দিনটা রাঙিয়ে দিতে পারে এবার দলের জয়।

শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুই নম্বর উইকেটে ব্যাট করতে নেমে শুরুতেই অস্বস্তিতে পড়তে হয় স্বাগতিকদের। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলের সময় ওশানে থমাসের বলে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছেড়ে লিটন দাসকে যেতে হয় হাসপাতালে।

লিটনের অনুপস্থিতিতে তামিমের সঙ্গী হোন ইমরুল কায়েস। থমাসের বলে শূন্য রানেই ফিরতে হয় কায়েসকে।

এরপর ১১১ রানের জুটিতে ধাক্কা সামাল দেন তামিম-মুশফিক। তামিম করেন বরাবর ৫০ রান। তাতে তিন ফরম্যাটে মিলে ছুঁয়ে ফেলেন ১২ হাজার রান!

তামিমের বিদায়ের কিছুক্ষণ পরেই বিদায় নেন মুশফিক। থমাসের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৬২ রান করে।
দুই সেট ব্যাটসম্যানের বিদায়ের পর সাকিব-রিয়াদ মিলে গড়েন ৬১ রানের জুটি। 

রিয়াদ ৩০ রান করে ফেরেন। সৌম্য তার ওপেনিং ছেড়ে খেলেছেন সাত নম্বরে। তাতে কাজের কাজ হয়নি কিছুই। ৮ বল খেলে আউট হয়েছেন মাত্র ৬ রান করে। মাঝে লিটন ব্যাট হাতে ফিরলেও সুবিধা করতে পারেননি ১৪ বলে ৮ রান করে আউট হন। 

সাকিব পেয়ে যান ক্যারিয়ারের ৪০তম ওয়ানডে ফিফটি। খেলেন ৬২ বলে ৬৫ রানের ইনিংস। শেষদিকে মাশরাফি মুর্তজার ১১ বলে ৬ আর মেহেদী হাসান মিরাজের ১০ বলে ১০ রানে ৫০ ওভার শেষে সংগ্রহ হয় ৭ উইকেটে ২৫৫ রান।

ক্যারিবীয়দের হয়ে থমাস নেন ৩ উইকেট। ১টি করে উইকেট নেন কেমার রোচ, কেমো পল আর রোস্টন চেজ ও রোভম্যান পাওয়েল।

আগের ম্যাচে মাঠে নেমে ক্যারিয়ারের ২০০তম ওয়ানডের মাইলফলক ছুঁয়েছেন ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমে আরেক কীর্তি গড়লেন তিনি। দেশের হয়ে সবচেয়ে বেশি ৬৯টি ওয়ানডেতে দলের নেতৃত্ব দেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। এই ম্যাচের আগ পর্যন্ত ৬৮টি ওয়ানডেতে দলের নেতৃত্ব দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। এবার উইন্ডিজদের বিপক্ষে এই ম্যাচে হাবিবুলের অধিনায়কত্বের রেকর্ড ছুঁলেন মাশরাফি।

আরেকটি মাইলফলক হয়েছে এই ম্যাচে। বাংলাদেশের জার্সিতে এর আগে একসঙ্গে ৯৯টি ওয়ানডেতে মাঠে নেমেছেন দলের পাঁচ সিনিয়র ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ। উইন্ডিজদের বিপক্ষে এই ম্যাচে একসঙ্গে শততম ম্যাচে মাঠে নামার কীর্তি গড়লেন দলের এই ‘পঞ্চপাণ্ডব’। এই ম্যাচে আগের একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। উইন্ডিজ একাদশে এসেছে একটি পরিবর্তন। কিয়েরন পাওয়েলের বদলে এই ম্যাচে নেমেছেন চন্দরপল হেমরাজ। এই ম্যাচে জয় পেলেই এক ম্যাচ হাতে রেখে ২-০ তে সিরিজ জিতবে মাশরাফি-মুশফিক-মাহমুদউল্লাহরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের ২৫৬ রানের টার্গেটে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ একাদশ:
মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন এবং মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ:
রোভম্যান পাওয়েল (অধিনায়ক), চন্দরপল হেমরাজ, শাই হোপ (উইকেটরক্ষক), ড্যারেন ব্রাভো, মারলন স্যামুয়েলস, শিমরন হেটমেয়ার, রোস্টন চেজ, দেবেন্দ্র বিশু, কেমার রোচ, কেমো পল এবং ওশান থমাস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads