• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা আনল বাংলাদেশ

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ২০ ডিসেম্বর ২০১৮

দ্বিতীয় টি-২০তে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে তিন ম্যাচ সিরিজে সমতা আনল স্বাগতিক বাংলাদেশ। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আজ ক্যারিবিয়দের ৩৬ রানে হারায় টাইগাররা।

টসের বিপরীতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১১ রান সংগ্রহ করে বাংলাদেশ দল। জবাবে ১৯ দশমিক ২ ওভারে ১৭৫ রানে গুটয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। সাকিব ২১ রানে নেন ৫ উইকেট।

তৃতীয় ওভারে দলীয় ১৮ রানে ওপেনার এভিন লুইসকে ফিরিয়ে প্রথম সাফল্যের দেখা পান আবু হায়দার রনি। ওভারের প্রথম বলে লিটন দাসের হাতে ক্যাচ দেন লুইস। ৫ম ওভারে ৫৯ রানের মাথায় সাকিব ফিরিয়ে দেন নিকোলাস পুরানকে। তামিমের হাতে ধরা পড়ে বিদায়ের আগে তিনি ৬ বলে দুটি চার আর একটি ছক্কায় করেন ১৪ রান। আর ষষ্ঠ ওভারে মিরাজের বলে লিটনের হাতে ধরা পড়েন শাই হোপ। ১৯ বলে ৬ চারের সাহায্যে ৩৬ রানে বিদায় নেন তিনি।

দলীয় ১১তম ওভারে বল করতে আসেন সাকিব। তার করা দ্বিতীয় বলে সাইফুদ্দিনের হাতে ক্যাচ দেন হেটমেয়ার। এর আগে তিনি ১৭ বলে ১৯ রান করেন। একই ওভারের শেষ বলে আবারো সাফল্যের দেখা মিলে টাইগার অধিনায়কের। এবার তার শিকার ডোয়াইন ব্রাভো। সাকিবের বলে মুস্তাফিজের হাতে ক্যাচ দেয়ার আগে তিনি ৩ বলে ২ রান করেন। 

আর ১২ দশমিক ৪ ওভারে সাকিবের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হন কার্লোস ব্রেথওয়েট। আউট হওয়ার আগে তিনি ৩ বলে ৮ রান করেন। আর ১৫তম ওভারে আবারো বোলিংয়ে এসে সাকিব তুলে ফ্যাবিয়ান অ্যালেনের উইকেট। কোনো রান যোগ করার আগেই তাকে সাজ ঘরে ফিরতে হয়। 

১৬তম ওভারে মোস্তাফিজের শিকার রোভম্যান পাওয়েল। তামিমের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরার আগে তিনি ৩৪ বলে ৫টি চার আর একটি ছক্কায় করেন ৫০ রান। ১৭ দশমিক ৬ ওভারে ২৯ রান করা কেমো পলকে আউট করেন মোস্তাফিজ। শেষ ওভারে ওশানে থমাসকে বোল্ড করেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সাকিব ক্যারিয়ার সেরা ৫ উইকেট নেন। মোস্তাফিজ ২ আর রনি, মিরাজ ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।

এর আগে টসে হেরে ব্যাট করতে নামেন তামিম ইকবাল ও লিটন দাস। খেলার শুরুতেই মারমুখী ব্যাটিং শুরু করে ওপেনার দুই ব্যাটসম্যান। ঝড়ো গতিতে রান সংগ্রহ করতে থাকলেও ৪ দশমিক ১ ওভারে ক্যাচ আউট হন তামিম। ১৬ বলে একটি বাউন্ডারি সাহায্যে ১৫ রান করেন।

এরপর সৌম্যকে নিয়েই ঝড় তোলেন লিটন দাস। এই জুটির মারকাটারি ব্যাটিংয়ের কাছে পরাস্ত হতে থাকেন উইন্ডিজ বোলররা। কিন্তু দলীয় ১১০ রানে এই জুটি ভাঙ্গেন কটরেল।  ১১.১ ওভারে কটরেলের প্রথম শিকার সৌম্য সরকার। আউট হওয়ার আগে ৩টি চার আর একটি ছক্কার বিনিময়ে সংগ্রহ করেন ২২ বলে ৩২।

আর ১১.৬ ওভারের মাথায় আবারো কটরেলের শিকার লিটন দাস। ৬টি চার আর ৪টি ছক্কার বিনিময়ে ৩৪ বলে ৬০ রান করেন লিটন।

লিটন দাসের বিদায়ের পর সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর ঝড়ো ইনিংস দুটিতে ২০০ ছাড়ানো স্কোর গড়েছে বাংলাদেশ। লিটনের তৈরি করা ভিতের ওপর দাঁড়িয়ে একের পর এক শট খেলেছেন সাকিব-মাহমুদউল্লাহ। ব্যাটে ঝড় তুলে মাহমুদউল্লাহ ২১ বলে ৭ বাউান্ডারিতে অপরাজিত ছিলেন ৪৩ রানে। অন্যদিকে ক্যারিবিয়ান বোলারদের ওপর টর্নেডো বইয়ে সাকিব ২৬ বলে ৫ চার ও এক ছক্কায় খেলেছেন হার না মানা ৪২ রানের ইনিংস।

আগের ম্যাচে আলো ছড়ানো শিলডন কট্রেল ৩৮ রান খরচায় পেয়েছেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার ওশানে থমাস ও ফ্যাবিয়ান অ্যালেনের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads