• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
এগারো সিরিজ পর হারল পাকিস্তান

এগারো সিরিজ পর হারল পাকিস্তান

ছবি : ইন্টারনেট

ক্রিকেট

এগারো সিরিজ পর হারল পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত ০৫ ফেব্রুয়ারি ২০১৯

রোববার রাতে জোহানেসবার্গে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটিতে নাটকীয়ভাবে মাত্র ৭ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়ে গেছে তাদের সিরিজ জয়। প্রথম ম্যাচে মাত্র ৬ রানে হেরেছিল পাকিস্তান।

অন্তর্বর্তীকালীন অধিনায়ক ডেভিড মিলারের ঝড়ো ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৮৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় দক্ষিণ আফ্রিকা, যা তাড়া করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৮১ রানের বেশি করতে পারেনি পাকিস্তান।

চলতি সিরিজ শুরুর আগে একটি ত্রিদেশীয় সিরিজসহ মোট ১১টি সিরিজে টানা জিতেছিল ২০০৯ সালের বিশ্ব টি-টোয়েন্টির চ্যাম্পিয়নরা। এবার পাকিস্তান পেল সিরিজ হারের বেদনা।

ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুটা যেমনই হোক, চতুর্থ উইকেটে মাত্র ২৩ বলে ৬২ রানের জুটি গড়ে বড় স্কোরের পথ তৈরি করেন দক্ষিণ আফ্রিকার হেনরিখ ক্লাসেন ও মিলার। যেখানে ৭ বল থেকে মাত্র ৫ রান করেন ক্লাসেন। বাকি সব রানই আসে মিলারের ব্যাট থেকে। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা মিলার ৪টি চারের সঙ্গে ৫টি ছক্কার মারে মাত্র ২৯ বলে ৬৫ রান করেন। এছাড়া রেজা হেন্ডরিকস ২৮, জানেমান মালান ৩৩ এবং ফন ডার ডুসেন খেলেন ২৭ বলে ৪৫ রানের ইনিংস।

রান তাড়া করতে নেমে দুর্দান্ত সূচনা পায় পাকিস্তান। উদ্বোধনী জুটিতে মাত্র ৪ ওভারেই ৪৫ রান যোগ করেন ফখর জামান ও বাবর আজম। ৯ বলে ১৪ রান করে ফখর ফিরে গেলেও দ্বিতীয় উইকেটে ম্যাচের দখল প্রায় নিজেদের হাতে নিয়ে নেন বাবর আজম ও হুসেইন তালাত। দুজন মিলে ৭৩ বলে গড়েন ১০২ রানের জুটি। ১৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১৪৭ রান। কিন্তু শেষ ৪ ওভারেই ম্যাচটি খুইয়ে বসে পাকিস্তান। মাত্র ৩৪ রানে ৬ উইকেট হারায় তারা। বাবর আজম ৫৮ বলে ৯০ রানের এবং হুসেইন তালাত খেলেন ৪১ বলে ৫৫ রানের ইনিংস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads