• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
বাড়তি সুবিধা দেখছেন না সিমন্স

সংগৃহীত ছবি

ক্রিকেট

ঢাকা টেস্টে নেই সাকিব

বাড়তি সুবিধা দেখছেন না সিমন্স

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১০ ফেব্রুয়ারি ২০২১

প্রথম টেস্টে অবিশ্বাস্য জয় তুলে নেওয়া উইন্ডিজকে দ্বিতীয় টেস্টে সামলাতে হবে না সাকিব আল হাসানকে। তবে চোটে সাকিব ছিটকে যাওয়াতেও বাড়তি সুবিধা দেখছে না সফরকারীরা। উইন্ডিজ কোচ ফিল সিমন্স বরং মনে করেন বাকিরাই সাকিবের অভাব পূরণের জন্য যথেষ্ট।

চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করে ৬৮ রানই সাকিবের অবদান। বল করতে গিয়ে পাওয়া চোটে ৬ ওভার হাত ঘুরিয়ে থামতে হয় তাকে। আর নামতে পারেননি ওই টেস্টে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-বোলিং কোনোটাই করা হয়নি তার।

সাকিব ছাড়া প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের গুটিয়ে ১৭০ রানের বড় লিড পেলেও দ্বিতীয় ইনিংসে যন্ত্রণায় পুড়েছে বাংলাদেশ। স্পিনারদের ধারহীন বোলিংয়ে ৩৯৫ রানের লক্ষ্য দিয়েও ম্যাচ হারতে হয় মুমিনুল হকের দলকে।

ঊরুর চোটে সাকিব থাকছেন না দ্বিতীয় টেস্টেও। বাংলাদেশের সফলতম ক্রিকেটারের অনুপস্থিতিকে নিজেদের জন্য আলগা সুবিধা হিসেবে দেখছেন না উইন্ডিজের প্রধান কোচ সিমন্স। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা আমাদের সুবিধা দেবে না (সাকিব না থাকা)। হ্যাঁ, সে বিশ্বের সেরা অলরাউন্ডারদের একজন। কিন্তু তাদের স্পিনার আর ব্যাটসম্যান আছে যারা বল ঘোরাতে পারে ও রান করার কাজটা করে দেবে। হয়তো সাকিবের মতো না, কিন্তু এই টেস্টের জন্য পর্যাপ্ত। তার অনুপস্থিতিকে নিশ্চিন্ত থাকার উপায় নেই। এটা সহজ হবে না।’

দ্বিতীয় টেস্টে ওপেনিং জুটি আর স্পিনারদের আরো উন্নতির জায়গা দেখছেন তিনি,  ‘আমাদের বড় ওপেনিং জুটি দরকার। এটা হলে অন্য ব্যাটসম্যানদের জন্য সুবিধা হয়। আমার মনে হয় না আমাদের স্পিনাররা তাদের (বাংলাদেশের) মতো ধারাবাহিক। স্পিনাররা ভালো করেছে, কিন্তু উন্নতির জায়গা আরো আছে।’

সিমন্সের মতে, চট্টগ্রামের চেয়ে মিরপুরের উইকেটে স্পিনাররা আরো সহায়তা পাবেন। উইকেট দেখে বাড়তি স্পিনার খেলানোর ব্যাপারেও ভাবতে পারে তাদের দল। ১১ ফেব্রুয়ারি মিরপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads