• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অপেক্ষায় সাকিব

সংগৃহীত ছবি

ক্রিকেট

অপেক্ষায় সাকিব

  • ক্রীড়া প্রতিবেদক
  • প্রকাশিত ১১ এপ্রিল ২০২১

বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও কাটারমাস্টার মোস্তাফিজুর রহমান এখন ভারতে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নেবেন তারা। শুক্রবার মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে মাঠে গড়িয়েছে এবারের আইপিএল। সাকিব ও মোস্তাফিজ খেলছেন বলে বাংলাদেশের ক্রিকেট দর্শকদের দৃষ্টি থাকবে আইপিএলে। তাদের মাঠের পারফরম্যান্স উপভোগ করতে দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে।  সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম ম্যাচ সানরাইজের সঙ্গে আজ রোববার। আর এ ম্যাচেই মাঠে নামতে পারেন সাকিব। এমনটি ইঙ্গিত এসেছে তার দল কলকাতার তরফ থেকে। 

এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে খেলোয়াড় সংখ্যা ২৫ জন। এর মধ্যে বিদেশি রয়েছেন ৮ জন। যেখান থেকে একাদশে সুযোগ পাবেন ৪ জন বিদেশি। ফলে স্বাভাবিকভাবেই প্রশ্নটি হাজির হয়, বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান কি প্রথম থেকেই সুযোগ পাবেন? নাকি অপেক্ষা করতে হবে অন্যদের ব্যর্থতার জন্য?

কলকাতার একাদশে চার বিদেশির মধ্যে দুজনের জায়গা নিশ্চিত, অধিনায়ক ইয়ন মরগান এবং মারকুটে অলরাউন্ডার আন্দ্রে রাসেল। অন্য দুটি জায়গার জন্য থাকছে ছয়টি নাম-সাকিব আল হাসান, সুনিল নারিন, টিম সেইফার্ট, লকি ফার্গুসন, প্যাট কামিনস ও বেন কাটিং। পাঁচজনকে টপকে আজকের ম্যাচের একাদশে জায়গা করে নেওয়া খুব একটা কঠিন হওয়ার কথা নয় সাকিবের জন্য। অন্তত এমনটাই আভাস মিলেছে কলকাতার ট্রেনিং সেশন থেকে। শুক্রবার দলের অনুশীলনে প্রায় এক ঘণ্টার বেশি সময় একটি নেটে ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব। অন্য পাশের নেটে বড় বড় ছক্কার অনুশীলন করে গেছেন আন্দ্রে রাসেল। পেস বোলিং অলরাউন্ডার রাসেল আর অন্যদিকে স্পিনিং অলরাউন্ডার সাকিবকে তৈরি করায়ই সম্ভাবনা জেগেছে দুজনকে একসঙ্গে একাদশে দেখার।

সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে কলকাতার প্রথম ম্যাচটি হবে চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে। এ মাঠের উইকেট বরাবরই স্পিন সহায়ক। আর এ জন্য নজর থাকছে অভিজ্ঞ অফস্পিনার হরভজন সিংয়ের দিকেও। চেন্নাইয়ে তাকে খেলানোর সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে বোলিংয়ে সাকিব, হরভজন ও ভরুন চক্রবর্তী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

গ্রুপপর্বে চেন্নাইয়ে ৩, মুম্বাইয়ে ২, আহমেদাবাদে ৪ ও বেঙ্গালুরুতে ৫ ম্যাচ খেলবে কলকাতা। একদম শেষদিকে বেঙ্গালুরুতে হতে যাওয়া ম্যাচগুলো গুরুত্বপূর্ণ কলকাতার জন্য। সেখানের ছোট মাঠে বিগ হিটারদের দায়িত্ব নিতে হবে বড় সংগ্রহের জন্য। তবে শুরুর ম্যাচগুলো যেহেতু স্পিন সহায়ক উইকেটে, তাই সাকিবের খেলার সম্ভাবনা অনেক বেশি।

কলকাতার সম্ভাব্য একাদশ : শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, নীতিশ রানা, সাকিব আল হাসান, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), আন্দ্রে রাসেল, লকি ফার্গুসন/প্যাট কামিনস, শিভাম মাভি, ভরুন চক্রবর্তী এবং প্রাসিদ কৃষ্ণা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads