• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯
বাংলালিংক-যমুনা ব্যাংককে সাকিবের আইনি নোটিশ

সংগৃহীত ছবি

ক্রিকেট

বাংলালিংক-যমুনা ব্যাংককে সাকিবের আইনি নোটিশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জুলাই ২০২২

চুক্তিভঙ্গের অভিযোগে ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চেয়ে মোবাইল অপারেটর বাংলালিংক ও বেসরকারি যমুনা ব্যাংককে আইনি নোটিশ পাঠিয়েছেন জাতীয় টেস্ট দলের অধিনায়ক সাকিব আল হাসান।

রোববার সাকিবের পক্ষে তার আইনজীবী আশরাফুল হাদী রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।

সাত দিনের সময় দিয়ে নোটিশে বলা হয়, এ সময়ের মধ্যে বাংলালিংক ও যমুনা ব্যাংকের এটিএম বুথসহ বিভিন্ন জায়গায় সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সংবলিত ছবি তুলে নিতে হবে। অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে।

নোটিশে উল্লেখ করা হয়, সাকিব আল হাসানের বিখ্যাত ব্র্যান্ড ইমেজ নিজেদের ব্যবসায়িক কাজে সীমিত ব্যবহারের জন্য বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের সঙ্গে ২০১৪ সালের ২১ জানুয়ারি চুক্তি হয়। শর্ত অনুযায়ী ২০১৬ সালের ২০ জানুয়ারি চুক্তির মেয়াদ শেষ হয়, কিন্তু এরপরও প্রতিষ্ঠানটি সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড, স্বাক্ষর সংবলিত ছবি ব্যবহার করায় এ নোটিশ দেয়া হয়।

নোটিশকারী আইনজীবী বলেন, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও শর্ত ভঙ্গ করে ছবি, ব্র্যান্ড ব্যবহার করায় আইনভঙ্গ হয়েছে। এ জন্য ৫ কোটি ৮০ লাখ ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ চাওয়া হয়েছে। একই সঙ্গে ব্যবহৃত সাকিব আল হাসানের ছবি, ব্র্যান্ড প্রচার থেকে বিরত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads