• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

জাহাঙ্গীর কবির নানক

সংরক্ষিত ছবি

নির্বাচন

গাজীপুরে ভোট ভণ্ডুলের ষড়যন্ত্র ছিল বিএনপির : নানক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ মে ২০১৮

আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক মনে করেন, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে বিএনপি আগে থেকেই এই নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র করেছিল।  সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের ইম্পিরিয়াল হোটেলে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) জাতীয় সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচন ভণ্ডুলের ষড়যন্ত্র তাদের আগে থেকেই ছিল। নির্বাচন বন্ধের জন্য ব্যারিস্টার মওদুদ আহমদ ১০ এপ্রিল চেষ্টা করেন। একজন চেয়ারম্যানের পক্ষে তিনি শুনানি করে ব্যর্থ হয়েছেন। নানক বলেন, গাজীপুরে বিএনপির মেয়রের কাছে সেবা পায়নি বলে সেখানকার জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি এই নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আভাস পেয়ে ভোটে জিততে সারা দেশ থেকে সন্ত্রাসীদের জড়ো করছিল বলেও অভিযোগ করেন তিনি। গাজীপুর সিটি নির্বাচন স্থগিতে সরকারের কোনো হাত নেই দাবি করে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, আদালত রায় দিয়ে নির্বাচন স্থগিত করেছেন। বিএনএফ সভাপতি এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে জাতীয় সম্মেলনে সারা দেশ থেকে আগত নেতাকর্মীরা অংশ নেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads