• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
আ.লীগ নির্বাচনী গণসংযোগ শুরু করবে আজ

লোগো আ.লীগ

নির্বাচন

আ.লীগ নির্বাচনী গণসংযোগ শুরু করবে আজ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০১ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে আজ সোমবার থেকে গণসংযোগে নামছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। টানা সাত দিন ঢাকাসহ সারা দেশে দলটি গণসংযোগ করবে। আজ চারটি দলে ভাগ হয়ে ঢাকার চারটি থানায় জনসংযোগ করবেন দলটির কেন্দ্রীয় কমিটির নেতারা। গতকাল রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর এক সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই তথ্য জানান। 

অন্যদিকে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল রোববার বিএনপির সমাবেশের দিন মাঠে ছিলেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এ দিন বিভিন্ন থানা ও ওয়ার্ডের বাসিন্দাদের কাছে দলটির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেন। দেশের দুই প্রধান দলের কর্মসূচি ও সমাবেশকে ঘিরে মাঠে কোনো উত্তেজনা ছিল না। কোনো অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।

রাজনীতির মাঠ আবার উত্তপ্ত হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী গতকাল দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের বলেন, মাঠ উত্তপ্ত হবে কেন? আমরা তো পাল্টাপাল্টি কর্মসূচি দেইনি। আমরা দিয়েছি নিরীহ কর্মসূচি। আমাদের কর্মসূচি হচ্ছে ভোট চেয়ে লিফলেট বিতরণ।

‘বিএনপির জনসমর্থন কমেছে’: বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বলেন, আজকে (রোববার) তাদের সমাবেশের উপস্থিতি প্রমাণ করে, তাদের নেতিবাচক রাজনীতির ফলে জনসমর্থন কমেছে। সমাবেশে জনগণের উপস্থিতি হতাশাজনক। গত কয়েক দিনে হওয়া আওয়ামী লীগের পথসভায় উপস্থিতির ধারে-কাছেও যায়নি। আজকেই তাদের সক্ষমতা দেখলাম। সমাবেশে মারামারি-হাতাহাতি দেখলাম।

কাদের বলেন, বিএনপি কোনো গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন করলে আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করব। ২০১৪ সালের মতো সহিংসতা করলে প্রশাসনিকভাবে যা যা করা দরকার, করা হবে। আমরাও বসে বসে ডুগডুগি বাজাব না, সমুচিত জবাব দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন দলটির যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দীন নাছিম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, প্রচার সম্পাদক হাছান মাহমুদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ প্রমুখ।

সপ্তাহব্যাপী গণসংযোগ কর্মসূচি : আওয়ামী লীগের গণসংযোগ কর্মসূচির আজ প্রথম দিন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নেতাদের নিয়ে গঠিত চারটি টিম রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে কর্মসূচি পরিচালনা করবে। দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফের নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় রাজধানীর ওয়ারি থানার ৩টি ওয়ার্ড, ডা. দীপু মনির নেতৃত্বে গঠিত টিম বেলা সাড়ে ১১টায় গুলশান-২ কাঁচাবাজার এলাকা, জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় মোহাম্মদপুর থানার ৩টি ওয়ার্ড ও আবদুর রহমানের নেতৃত্বে গঠিত টিম বিকাল ৪টায় পল্টন থানার ৩টি ওয়ার্ডে গণসংযোগ কর্মসূচিতে অংশ নেবে। সপ্তাহব্যাপী এ কর্মসূচির সমন্বয় করবেন দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও প্রচার-প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

গত ২৭ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সহযোগী সংগঠনের সঙ্গে সম্পাদকমণ্ডলীর সদস্যদের এক সভার পর ওবায়দুল কাদের বলেন, ‘অক্টোবর মাসের ১ তারিখ থেকে সপ্তাহব্যাপী রাজধানীসহ দেশব্যাপী গণসংযোগ করব।’ তিনি গতকাল এক বিবৃতিতে আওয়ামী লীগের সারা দেশের নেতাকর্মীদের প্রতি কেন্দ্রীয় কমিটির ঘোষিত দেশজুড়ে সপ্তাহব্যাপী ‘গণসংযোগ কর্মসূচি’ পালনের আহ্বান জানান।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads