• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯
নির্বাচনে ভারতের নিরপেক্ষ ভূমিকা চায় বিএনপি

লোগো বিএনপি

নির্বাচন

নির্বাচনে ভারতের নিরপেক্ষ ভূমিকা চায় বিএনপি

  • রেজাউল করিম লাবলু
  • প্রকাশিত ২৮ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভারতের নিরপেক্ষ ভূমিকা চায় বিএনপি। পাশাপাশি ক্ষমতায় গেলে ভারতবিরোধী কোনো গোষ্ঠীকে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়া, মন্ত্রিসভায় সংখ্যালঘু প্রতিনিধি বাড়ানোর কথা দেশটির সংশ্লিষ্ট সব পক্ষকে বিএনপি জানিয়েছে। বিএনপির ঘনিষ্ঠ একটি সূত্র এ তথ্য জানিয়েছে। এদিকে ভারত সফররত বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু বাংলাদেশের খবরকে জানিয়েছেন, ভারতে তিনি ব্যস্ত সময় কাটাচ্ছেন। দেশে ফিরে এ বিষয়ে কথা বলবেন তিনি। 

অন্যদিকে ভারতীয় মিডিয়ার খবরে বলা হয়েছে, বিএনপির তরফে নির্দিষ্ট বার্তা নিয়েই দিল্লি সফর করছেন মিন্টু। বিএনপির সূত্র বলছে, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা নিয়ে ভারত গেছেন আবদুল আউয়াল মিন্টু। তিনি ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ও সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে তারেক রহমানের বক্তব্য তুলে ধরেছেন। গত ১০ অক্টোবর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুরোধে লন্ডন গিয়েছিলেন মিন্টু। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক ভাইস চেয়ারম্যান বাংলাদেশের খবরকে বলেন, বিএনপি চায় না ভারত তাদের ক্ষমতায় বসিয়ে দিক। বিএনপি চায় নির্বাচনে ভারতের নিরপেক্ষ ভূমিকা। ভারতের সরকার বাংলাদেশের সরকারের সঙ্গে নয়, সম্পর্ক গড়ে তুলুক জনগণের সঙ্গে। গত ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো ভূমিকা নয়। বিএনপির পক্ষ থেকে এ বিষয়ে ভারতকে বিভিন্ন সময়ে নানা বার্তা দিচ্ছে। 

নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের একাধিক রাজনৈতিক দলের প্রতিনিধি ভারত সফর করেছেন। এ রকম এক সফরে ভারতে গেছেন আবদুল আউয়াল মিন্টু। গত ক’দিন ধরে তিনি নয়াদিল্লিতে। বৈঠক করেছেন বিজেপি নেতা রাম মাধবের সঙ্গে। এর আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা হুমায়ুন কবীর ভারত সফর করেছিলেন। তারা সরকার ও রাজনীতিতে প্রভাব রাখে এমন গুরুত্বপূর্ণ ব্যক্তি ও গবেষণা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন। তারাও অনুরূপ বার্তা দিয়েছিলেন সংশ্লিষ্ট সকল গবেষণা প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিদের। 

বিএনপি সূত্র বলছে, শুধু আওয়ামী লীগের প্রতি কূটনৈতিক পক্ষপাত বহাল না রেখে সাউথ ব্লক সমঝোতা করুক তাদের সঙ্গেও। ভারতকে এই বার্তা দেওয়ার চেষ্টা করছে বিএনপি। চলতি বছরের জানুয়ারিতে নাগপুরে আরএসএস-এর একটি অংশের সঙ্গে বিএনপির কয়েকজন প্রতিনিধি দেখা করেছিলেন। বছর খানেক আগে খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে গেলে সঙ্ঘের প্রবাসী কিছু নেতার সঙ্গেও তার কথা হয়েছিল।

১০ অক্টোবর লন্ডন যান মিন্টু : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে গত ১০ অক্টোবর লন্ডন যান আবদুল আউয়াল মিন্টু। দলের একটি সূত্র জানিয়েছিল, আন্দোলন ও নির্বাচন সংক্রান্ত কয়েকটি বিষয়ে সিদ্ধান্তের জন্যই মিন্টুকে লন্ডন যাওয়ার অনুরোধ করেন তারেক রহমান।

বিএনপি সূত্র আরো জানিয়েছিল, যাওয়ার আগে দলের সিনিয়র নেতাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ করেন মিন্টু। তিনি তাদের মতামত ও পরামর্শ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে জানাবেন। সে মোতাবেক আগামী দিনের পরিকল্পনা তৈরি করা হতে পারে। তারেক রহমানের কাছ থেকে বিশেষ বার্তা নিয়েই তিনি দেশে ফিরে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads