• রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪২৯
নির্বাচনের কাউন্টডাউন শুরু হলো

নির্বাচন

প্রতীকী ছবি

নির্বাচন

নির্বাচনের কাউন্টডাউন শুরু হলো

  • হাসান শান্তনু
  • প্রকাশিত ৩১ অক্টোবর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ৯০ দিনের ক্ষণ গণনা শুরু হয়েছে আজ বুধবার থেকে। আজ থেকে আগামী ২৮ জানুয়ারির মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন করতে হবে। কোনো সংসদের মেয়াদ শেষ হওয়ার পরের ৯০ দিনের মধ্যে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে সংবিধানে।

সংবিধান বিশেষজ্ঞরা জানান, সংসদ বহাল রেখে নির্বাচন করতে চাইলেও মেয়াদ পূরণের পর ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা আছে। সেই হিসাবে আগামী ২৮ জানুয়ারির মধ্যে আগামী নির্বাচন হওয়ার কথা। সংবিধান অনুযায়ী কোনো সংসদের মেয়াদ পাঁচ বছর। এর গণনা শুরু হয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম কার্যদিবস থেকে।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচনের পর প্রথম অধিবেশন বসে একই বছরের ২৯ জানুয়ারি। ফলে বর্তমান দশম সংসদের পাঁচ বছর মেয়াদ আগামী ২৮ জানুয়ারি পূর্ণ হবে। সংবিধানে সংসদীয় পদ্ধতিতে যে নির্বাচনের কথা বলা আছে, সে অনুযায়ী এ সংসদের শেষ অধিবেশনের ৯০ কার্যদিবসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

অন্যদিকে দশম জাতীয় সংসদের শেষ অধিবেশনের শেষ কার্যদিবস ছিল গত সোমবার। একাদশ সংসদ নির্বাচনের আগে আর অধিবেশন বসবে না। তবে জাতীয় কোনো জরুরি অবস্থার ক্ষেত্রে সংসদ বসতে পারে। এ বিষয়ে কোনো বাধ্যবাধকতা নেই বলে জানান সংবিধান বিশেষজ্ঞরা।

আবার সংবিধানে জাতীয় সংসদের একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন ডাকার বাধ্যবাধকতা আছে। কিন্তু নির্বাচনের আগের ৯০ দিনের ক্ষেত্রে এটি প্রযোজ্য নয় বলে বিশেষজ্ঞরা জানান। অর্থাৎ ৩১ অক্টোবরের পর থেকে পরবর্তী ৯০ দিনের মধ্যে সংসদ আহ্বান করার বাধ্যবাধকতা নেই।

একাদশ সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হওয়ার পর যেকোনো দিন তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতি রয়েছে বলে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। নভেম্বর মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে; নির্বাচন কমিশনের বক্তব্য থেকেও এমন আভাস ইতোমধ্যে পাওয়া গেছে।

৩১ অক্টোবর থেকে সংসদ নির্বাচনের সময় গণনা শুরু হওয়ায় সাংবিধানিক বাধ্যবাধকতা না থাকলেও এর আগেও নির্বাচনকালীন সরকার গঠন হতে পারে। কারণ দশম সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তিন দিন আগে নির্বাচনকালীন সরকার গঠিত হয়েছিল। তবে এবার তা হয়নি।

বিশেষজ্ঞরা জানান, সংবিধানের পঞ্চদশ সংশোধনী অনুযায়ী, সংসদের মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে। ২০১১ সালে সংবিধানে সংশোধনী এনে দলীয় সরকারের অধীনে নির্বাচনের বিধানে ফিরে যায় আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার। সংবিধানের ১২৩ অনুচ্ছেদের দফা ৩-এ বিষয়টি বলা আছে।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads