• বৃহস্পতিবার, ২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪২৯
জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর

নির্বাচন ভবন

ছবি : সংগৃহীত

নির্বাচন

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ৮ নভেম্বর

প্রস্তুত ইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট কবে জানা যাবে আগামী ৮ নভেম্বর বৃহস্পতিবার। নির্বাচন কমিশন (ইসি) ওই দিন তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করেছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা ওই দিন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) জাতির উদ্দেশে ভাষণ দিয়ে এ তফসিল ঘোষণা করবেন। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল রোববার অনুষ্ঠিত কমিশন বৈঠকে এই দিনক্ষণ নির্ধারণ করা হয়।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এবং চার নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদৎ হোসেন চৌধুরী এবং ইসি সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন। দশম জাতীয় সংসদের শেষ অধিবেশন শেষ হওয়ার পরপরই শুরু হয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা। তৎপরতা শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোতেও। বসে নেই সরকারও। দেশে নির্বাচনী পরিবেশ স্থিতিশীল রাখতে এরই মধ্যে ঐক্যফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলছে। ভোটের প্রস্তুতিতে ব্যতিব্যস্ত হয়ে উঠেছে নির্বাচন আয়োজনকারী প্রতিষ্ঠান নির্বাচন কমিশনও (ইসি)। গত বুধবার আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠানের মাধ্যমে আসন্ন সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক কর্মযজ্ঞ শুরু করছে সাংবিধানিক সংস্থাটি।

ইতোমধ্যে নির্বাচনের তফসিল ঘোষণার আগে প্রাক-প্রস্তুতির প্রায় সবই সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি বলেন, এরই মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, ৩০০ আসনের সীমানা নির্ধারণ, ৪০ হাজার ১৯৯টি ভোটকেন্দ্র এবং ২ লাখের বেশি ভোটকক্ষের তালিকা চূড়ান্ত করা হয়েছে। অনেক নির্বাচনসামগ্রী ক্রয় করে গুদামজাত করা হয়েছে। অবশিষ্টগুলো ৩০ অক্টোবরের মধ্যেই কেনা হবে। ইসি সচিব জানিয়েছেন, ডিসেম্বরের ১০ তারিখের মধ্যে সব স্কুলের পরীক্ষা যেন শেষ হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে ইতোমধ্যে শিক্ষা মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকরা যেন সহজে বাংলাদেশের ভিসা পেতে পারেন, সে বিষয়ে আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলেছি। এ ছাড়া ঋণখেলাপি ও বিলখেলাপি কারা আছেন, তাদের তথ্য বাংলাদেশ ব্যাংক, সরকারের ব্যাংকিং বিভাগ ও সংশ্লিষ্ট আর্থিক প্রতিষ্ঠানগুলো যেন মনোনয়নপত্র দাখিলের আগেই রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেন, সে নির্দেশনাও দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নির্বাচনের তফসিল ঘোষণার আগে, তফসিল ঘোষণার পর এবং নির্বাচনের দিনও যেন পর্যাপ্ত ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া যায়, সে বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে বলা হয়েছে বলে জানান ইসি সচিব।

নির্বাচনী তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে সব নির্বাচনী এলাকার ব্যানার-পোস্টার-ফেস্টুনসহ সব ধরনের নির্বাচনী প্রচারণামূলক সরঞ্জাম সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান হেলালুদ্দীন আহমেদ। এ ছাড়া নির্বাচনের তফসিল ঘোষণার পরপর ও নির্বাচন পর্যন্ত যেন শান্তিপূর্ণ পরিবেশ থাকে, সেজন্য সন্ত্রাসী, মাদকসেবী ও নির্বাচনকে ভণ্ডুল করতে পারে এমন ব্যক্তিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তুতি সম্পর্কে অবহিত করতে ১ নভেম্বর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করে কমিশন। এরপরই প্রধানমন্ত্রীর সঙ্গে চলমান সংলাপের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় না থেকে এ সপ্তাহেই তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনের ডামাডোল পেটানোর ঘোষণা দেওয়া হয়। যদিও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সিইসিকে তফসিল পিছিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল সংলাপের দোহাই দিয়ে। কিন্তু শেষ পর্যন্ত পূর্বনির্ধারিত ঘোষণা অনুযায়ী এ সপ্তাহেই তফসিল ঘোষণার দিনক্ষণ ঠিক করে ইসি।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, চলমান সংলাপ নির্বাচনের তফসিল ঘোষণার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না। আমরা আমাদের মতো করে তফসিল ঘোষণা করব। সংলাপের সিদ্ধান্তের অপেক্ষায় থাকব না। রাজনৈতিক নেতাদের উদ্দেশে আমাদের কিছু বলার নেই। তবে বিশ্বাস আছে, সবাই নির্বাচনে আসবে।

ইসি সূত্রে জানা গেছে, একাদশ সংসদ নির্বাচনে এবারই প্রথমবারের মতো অনলাইনে মনোনয়নপত্র দাখিলের ব্যবস্থা করা হয়েছে। সংশোধিত আরপিও অনুমোদন পেলে এটিও কার্যকর করবে কমিশন। তফসিলের পরবর্তী কার্যক্রমের মধ্যে রয়েছে- আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ, ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল তৈরি প্রভৃতি। এবারের সংসদ নির্বাচনে স্বল্প পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রস্তুতি রয়েছে কমিশনের। তবে সেটি কমসংখ্যক ব্যবহার করা হবে। এ ছাড়া এই নির্বাচনে প্রয়োজনে সেনা মোতায়েনের প্রস্তুতিও রাখা হয়েছে।

ইসির সর্বশেষ প্রকাশিত ভোটার তালিকা অনুযায়ী এবার মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ৫ কোটি ২৫ লাখ ৪৭ হাজার ৩২৯ ও নারী ৫ কোটি ১৬ লাখ ৪৩ হাজার ১৫১ জন। তবে তফসিল ঘোষণার আগ পর্যন্ত যারা ভোটার হবেন তারাও ভোট দিতে পারবেন। এক্ষেত্রে ভোটারসংখ্যা আরো কিছু বাড়তে পারে বলে মনে করছেন ইসি কর্মকর্তারা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads