• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

সংরক্ষিত ছবি

নির্বাচন

মনোনয়নপত্র জমার শেষ দিন আজ

  • রানা হানিফ
  • প্রকাশিত ২৮ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ বুধবার। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট নির্বাচনী আসনের রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে হবে। প্রার্থী চাইলে নির্বাচন কমিশনের ওয়েবসাইটের মাধ্যমেও মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। গতকাল মঙ্গলবার সারা দেশের সংশ্লিষ্ট রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছেও আগ্রহী প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিন গোপালগঞ্জ-৩ ও রংপুর-৫ আসনে দলীয় প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এদিন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সংসদীয় আসন নোয়াখালী-৫-এর সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহম্মদের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন। একই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদও দলের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার মূল ‘উৎসব’ আজ শেষ দিনেই হতে যাচ্ছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্তও দলীয় মনোনয়নপ্রাপ্তদের হাতে চিঠি দিতে না পারায়, বিএনপির মনোনীত প্রার্থীরা আজই মনোনয়নপত্র জমা দিচ্ছেন।

গতকাল সারা দেশেই আওয়ামী লীগসহ ঐক্যফন্ট, ইসলামী ঐক্যজোট, স্বতন্ত্রসহ অর্ধসহস্রাধিক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের দেওয়া তথ্যানুযায়ী মঙ্গলবার ঢাকার সিটি করপোরেশনের ১৫ আসনে মোট ৪০ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা-১২ আসন থেকে আওয়ামী লীগ প্রার্থী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা-১৫ থেকে আওয়ামী লীগের কামাল আহমেদ মজুমদার, ঢাকা-৮ থেকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, ঢাকা-৯ থেকে আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী, ঢাকা-৬ থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজী মো. মানোয়ার হোসেন, ঢাকা-৯ থেকে স্বতন্ত্র মো. মানিক মিয়া, ঢাকা-১৬ থেকে জাকের পার্টির আলী আহমেদ।

এ ছাড়া লক্ষ্মীপুর-৪ আসনে মনোনয়ন জমা দিয়েছেন জেএসডির আ স ম আবদুর রব, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে বর্তমান আইনমন্ত্রী আনিসুল হক, রংপুর-৬ আসনে জমা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, একই আসনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষে মঙ্গলবার গোপালগঞ্জ-৩ আসনেও আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

নির্বাচন কমিশনের কাছে থাকা তথ্যানুযায়ী, মঙ্গলবার ঢাকা-৪ আসনে ৩ জন, ঢাকা-৫ আসনে ২ জন, ৪ জন ঢাকা-৬ আসনে, ঢাকা-৭ থেকে ২ জন, ঢাকা-৮ থেকে ৬ জন, ঢাকা-৯ থেকে ২ জন, ঢাকা-১০ আসনে ১ জন, ঢাকা-১১ আসনে ১ জন, ঢাকা-১২ আসনে ২ জন, ঢাকা-১৩ আসনে ২ জন, ঢাকা-১৪ থেকে ১ জন, ঢাকা-১৫ থেকে ৩ জন, ঢাকা-১৬ থেকে ২ জন, ঢাকা-১৭ থেকে ৫ জন ও ঢাকা-১৮ আসনে ৪ জন মনোনয়ন জমা দিয়েছেন।

এবারের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি এবং তাদের নেতৃত্বাধীন জোট ও ফ্রন্টভুক্ত সবক’টি দল ভোটে প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিচ্ছে। এরই মধ্যে বড় দুটি দল দলীয় মনোনয়ন প্রায় চূড়ান্ত করেছে। এখন জোট ও ফ্রন্টের সঙ্গে আসন ভাগাভাগি সম্পন্ন হলেই প্রার্থী তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশনে (ইসি) জমা দেবে। তারপর প্রতীক বরাদ্দ দেবে কমিশন। তাই মনোনয়ন জমা দেওয়া প্রার্থীদের দলের সবুজ সঙ্কেত না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে মনোনয়নপত্র জমার সময় শেষ হওয়ার আগ মুহূর্তে গতকাল এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে নির্বাচন কমিশন। এতে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন প্রার্থীদের জন্য কিছু করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়। ইসির এই নির্দেশনায় বলা হয়েছে, মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় প্রার্থী বা তার পক্ষে শোডাউন করা যাবে না। প্রার্থী বা তার পক্ষে ৭ জনের বেশি লোক রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করতে পারবেন না। নির্বাচন সামনে রেখে কোনো প্রার্থী জনসভা, মিছিল, মিটিং করতে পারবেন না। কেবল পথসভা করতে পারবেন। প্রার্থীদের পোস্টার হতে হবে সাদাকালো। প্রতিটি পোস্টারের নিচে পোস্টারের সংখ্যা, প্রেসের ঠিকানা, প্রকাশকের নাম দেওয়া বাধ্যতামূলক। না হলে সেসব পোস্টার নির্বাচন কমিশনের কাছে অবৈধ বলে বিবেচিত হবে। পোস্টারের সাইজ হতে পারবে সর্বোচ্চ ২৩ ইঞ্চি বাই ১৮ ইঞ্চি। মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না জাতীয় পতাকাবাহী যানবহন ব্যবহার করেও।

প্রার্থী হতে ২০ হাজার টাকা জামানত দিতে হবে। নগদ টাকায় জামানত নেওয়া হবে না। পে-অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে রিটার্নিং অফিসারের অনুকূলে এ টাকা জমা দিতে হবে।

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় হলফনামা আকারে ৮টি তথ্য দিতে হবে। ব্যয়ের উৎসের বিবরণী, আয়কর রিটার্নের কপি জমা দিতে হবে। মনোনয়ন ফরমে কোনো ভুল হলে প্রার্থিতা বাতিল হবে। তাই সম্ভাব্য প্রার্থীকে সতর্কতার সঙ্গে মনোনয়নপত্র পূরণ করতে হবে। মনোনয়ন দাখিলের আগে প্রার্থীকে অবশ্যই যেকোনো তফসিলি ব্যাংকে নতুন হিসাব খুলতে হবে। নির্বাচনের সমুদয় ব্যয় এ অ্যাকাউন্ট থেকেই করতে হবে। এই অ্যাকাউন্টের নম্বর, ব্যাংক ও শাখার নাম মনোনয়নপত্রে উল্লেখ করতে হবে।

৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ ২৮ নভেম্বর; মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর ও ভোটের দিন ৩০ ডিসেম্বর।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads