• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জৈষ্ঠ ১৪২৯
শালিখা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা

শালিখা উপজেলা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা

ছবি : বাংলাদেশে খবর

নির্বাচন

শালিখা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীরা

  • মাগুরা প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতে না হতেই উপজেলা পরিষদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসে তফসিল ঘোষণা করা হতে পারে।

আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, এবার উপজেলা নির্বাচনে ত্যাগী, শিক্ষিত ও তরুণ প্রার্থীদের অগ্ৰাধিকার দেওয়া হবে।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে মাগুরা জেলার শালিখা উপজেলায় নির্বাচনী প্রচার শুরু করেছেন রাজনীতিকরা। ইতিমধ্যে অনেকেই আওয়ামী লীগের হয়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার প্রত্যাশা প্রকাশ করেছেন। এর মধ্যে রয়েছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও মাগুরা জেলা জজকোর্টের পিপি জননেতা এডভোকেট কামাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান শ্যামল কুমার দে, যুবলীগের সাবেক সভাপতি ইলিয়াছুর রহমান, সাবেক ছাত্রনেতা ও তথ্যপ্রযুক্তিবিদ মামুন অর রশিদ, শতখালি ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন ঝন্টু, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম এবং সাবেক উপজেলা ছাত্রলীগের নেতা সাব্বির হোসেন বিপ্লব । দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তারা। হাউয়ার নাতি। 

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২৪ শে মার্চ শালিখা উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads