• রবিবার, ৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪২৯
শান্তিপূর্ণ পরিবেশে কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

শান্তিপূর্ণ পরিবেশে কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ শুরু

  • কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০২০

শাস্তিপূর্ণ পরিবেশে পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভা নির্বাচনে ভোটগ্রহন শুরু হয়েছে।

আজ সোমবার সকাল আটটা থেকে প্রচন্ড শীত উপেক্ষা করে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটাররা কেন্দ্রে উপস্থিত হয়েছে।

কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান মেয়র আঃ বারেক মোল্লা, বিএনপি মনোনীত ধানের শীষ নিয়ে আবদুল আজিজ মুসুল্লী, হাত পাখা প্রতীক নিয়ে লড়ছেন নুরুল ইসলাম মুসুল্লী ও জগ প্রতীক নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হাওলাদার। 

নির্বাচনে কাউন্সিলর পদে ৩২ জন ও নারী কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কুয়াকাটা পৌরসভায় মোট ভোটার ৮১২২। পুরুষ ভোটার ৪১৭৭ ও নারী ভোটার ৩৯৭৫ জন।

কুয়াকাটা পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে রোববার রাতে কুয়াকাটায় আগত পটুয়াখালী জেলার সকল পর্যটক ও বাসিন্দাদের কুয়াকাটা থেকে বের করে দিয়েছে প্রশাসন।

কলাপাড়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রশিদ জানান, নির্বাচনে নয়টি কেন্দ্র ৩৫৪ জন পুলিশ, ৬৩জন আনসার সদস্য, বিজিবির ২২ সদস্য, র্যাবের ৩টি টিম ছাড়া নয়টি কেন্দ্রে নয়জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট দায়িত্ব পালন করবেন।

রোববার দুপুরে কলাপাড়া উপজেলা নির্বাচন কমিশন অফিস থেকে প্রতি কেন্দ্রে সাতটি করে মোট ৬৩টি ইভিএম মেশিন ও প্রয়োজনীয় নির্বাচনী উপকরণ প্রেরণ করা হয়েছে। নেয়া হয়েছে তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads