• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
রাবির দশম সমাবর্তন শনিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সংরক্ষিত ছবি

শিক্ষা

রাবির দশম সমাবর্তন শনিবার

  • রাবি প্রতিনিধি
  • প্রকাশিত ২৮ সেপ্টেম্বর ২০১৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বহুল প্রতীক্ষিত দশম সমাবর্তন আগামীকাল শনিবার। এ উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ হয়েছে। সমাবর্তনে বক্তা থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। সমাবর্তন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আবদুস সোবহান।

উপাচার্য জানান, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য মো. আবদুল হামিদ সমাবর্তনে সভাপতিত্ব করবেন। বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে বিশিষ্ট কথাসাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেনকে সম্মানসূচক ডিলিট দেবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

উপাচার্য আরো জানান, সমাবর্তনের দিনে উদ্বোধন হবে দুটি আবাসিক হল। সমাবর্তন অনুষ্ঠানের আগে ছাত্রীদের জন্য দেশরত্ন শেখ হাসিনা হল ও ছাত্রদের জন্য শহীদ এএইচএম কামারুজ্জামান হল দুটি দশ তলাবিশিষ্ট আবাসিক হল উদ্বোধন করবেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। ইতোমধ্যে হল নির্মাণের স্থানও নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বেগম খালেদা জিয়া হলের পূর্ব পাশে নির্মাণ করা হবে দেশরত্ন শেখ হাসিনা হল। অন্যদিকে ছেলেদের জন্য জিমনেসিয়ামের পাশে শহীদ এএইচএম কামারুজ্জামান হল নির্মিত হবে।

গ্র্যাজুয়েট নিবন্ধন করা শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি বলেন, সমাবর্তনের সরঞ্জামাদি ও আমন্ত্রণপত্র নিজ নিজ বিভাগ ও ইনস্টিটিউট থেকে নিতে পারবে। নিবন্ধন করা ছয় হাজার শিক্ষার্থীর খাবার ব্যবস্থার জন্য বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামের মধ্যে ১০টি ফুড কর্নার স্থাপন করা হয়েছে। সন্ধ্যায় থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনসহ বিশিষ্ট কণ্ঠশিল্পীরা গান পরিবেশন করবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তার বিষয়ে উপাচার্য জানান, সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে সব স্তরের নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন। আর রাষ্ট্রপতির অবস্থানকালে আবাসিক হলগুলোয় শিক্ষার্থীদের আসা-যাওয়া সাময়িক বন্ধ থাকতে পারে। কারণ রাষ্ট্রপতির নিরাপত্তার বিষয়ে এসএসএফ সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে। দশম সমাবর্তনের অংশগ্রহণের জন্য ছয় হাজার ১৪ জন গ্র্যাজুয়েট নিবন্ধন করেছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads