• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
জাবিতে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

বিজয়ী দল ‘বিজয় ৭১’ এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

জাবিতে জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

  • জাবি প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আ ফ ম কামাল উদ্দিন হলে ছাত্রলীগের আয়োজনে ‘জয় বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০১৮’ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে টিম রূপসী বাংলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিজয় ৭১।

গতকাল শুক্রবার রাত সাড়ে দশটায় টায় আ.ফ.ম কামাল উদ্দিন হলের মাঠে প্রাঙ্গণে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় মোট আটটি দল অংশগ্রহণ করে। দলগুলো হলো- বিজয় ৭১ (ঢাকা), অপারেজয় ব্রহ্মপুত্র (ময়মনসিংহ), সাবাশ বাংলাদেশ (রাজশাহী), জ্যাকপট চট্টগ্রাম (চট্টগ্রাম), মুক্ত বিহঙ্গ (রংপুর), রূপসী বাংলা (বরিশাল), অদম্য বাংলা (খুলনা) এবং ওসমানী হল সিলেট (সিলেট)।

খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ও হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক আ স ম ফিরোজ-উল-হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যান্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক রেজাউল করিম রকিব, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক মহিবুর রউফ শৈবাল, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক ফখরুল ইসলাম, পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক ও শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান জনি, ছাত্রলীগের বর্তমান সভাপতি মো. জুয়েল রানাসহ বিভিন্ন হলের নেতৃবৃন্দ ও হলের  অাবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads