• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
হাজীগঞ্জে প্রশ্নপত্র নিয়ে হ-য-ব-র-ল অবস্থা

প্রতিনিধির পাঠানো ছবি

শিক্ষা

হাজীগঞ্জে প্রশ্নপত্র নিয়ে হ-য-ব-র-ল অবস্থা

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

হাজীগঞ্জে এসএসসি বাংলা পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে হ-য-ব-র-ল অবস্থায় পড়েছে পরীক্ষার্থীরা। তবে হল সচিবের দাবী, এ ভুলটি করেছে হল পর্যবেক্ষকরা।

জানা যায়, শনিবার এসএসসির বাংলা প্রথম পরীক্ষার অবজেকটিভ প্রশ্নপত্র বিলির ১০ থেকে ১৫ মিনিট পর শিক্ষার্থীরা বুঝতে পারে তাদেরকে ২০১৮ সালের প্রশ্নপত্র দেয়া হয়েছে অথচ তারা ২০১৯ সালের পরীক্ষার্থী ছিল। পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে তাদের প্রশ্ন পরিবর্তন করে দেওয়া হয়।

একই ঘটনা ঘটেছে হাজীগঞ্জের রামপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রেও। ওই বিদ্যালয়ের কেন্দ্র সচিব মো. কবির হোসেন জানান, বিষয়টি জানার পর পরই শিক্ষার্থীদের প্রশ্ন পরিবর্তন করে দিয়েছি।

তবে হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হাবিবা ও রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ২০১৯ সালের পরীক্ষার্থী হলেও তারা ২০১৮ সালের অবজেকটিভ প্রশ্নপত্রে পরীক্ষা শেষে করেছে।

পরীক্ষার শেষে বিষয়টি বুঝতে পেরে অনেক শিক্ষার্থীদের স্কুল মাঠে কাঁদতে দেখা যায়।

২০১৯ সালের শিক্ষার্থীরা ২০১৮ সালের প্রশ্নে পরীক্ষা দেওয়ায় পরীক্ষার্থীদের কোনো সমস্য হবে না বলে নিশ্চিত করলেও কোনো অভিভাবক লিখিত অভিযোগ দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মুঠোফোনে জানিয়েছেন কুমিল্লা বোর্ডের নিয়ন্ত্রক আসাদুজ্জামান।

অভিভাবক ও শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, উক্ত কেন্দ্রের বেশ কয়েকটি রুমে অবজেকটিভ প্রশ্ন বিলি করতে গিয়ে ১৮ সালের সিলেবাসের পরীক্ষীর্থীদেরকে ১৯ সালের সিলেবাসের প্রশ্ন আর ১৯ সালের সিলেবাসের শিক্ষার্থীদেরকে ১৮ সালের সিলেবাসের প্রশ্ন দেয়া হয়। পরীক্ষা চলাকালে কিছু পরীক্ষার্থীর বিষয়টি নজরে আসলে তারা বিষয়টি প্রকাশ করেন। এর পরেই অবজেটিভ প্রশ্ন পরিবর্তন করে দায়িত্বরত শিক্ষগগন। কিন্তু এর মধ্যে কিছু শিক্ষার্থীকে প্রশ্ন পরিবর্তন না করে দেবার কারণে ১৯ সালের সিলেবাস পড়া শিক্ষার্থীদেরকে ১৮ সালের সিলেবাসের প্রশ্নে পরীক্ষা দিতে হয়েছে।

উপজেলা একাডেমিক সুপাভাইজার ও উক্ত কেন্দ্র সচিব সু-নির্মল দেউড়ি জানান, এ বিষয়ে, যেটা হয়েছে সেটা পরীক্ষার শুরুতেই শিক্ষার্থীদেরকে সমাধান করে দেয়া হয়েছে। তবে খাতা প্যাকেট করার সময় ১৯ সালের সিলেবাসের খাতা ১৯ সালের আর ১৮ সালের সিলেবাসের খাতা ১৮ সালের সঙ্গে বেঁধে দিলে কোনো সমস্য হবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads