• রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জৈষ্ঠ ১৪২৯
হাজীগঞ্জে ৬ শিক্ষককে অব্যাহতি ও কেন্দ্র সচিবকে শোকজ

সংগৃহীত ছবি

শিক্ষা

হাজীগঞ্জে ৬ শিক্ষককে অব্যাহতি ও কেন্দ্র সচিবকে শোকজ

  • চাঁদপুর প্রতিনিধি
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০১৯

হাজীগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের সিলেবাসে ২০১৯ সালের পরীক্ষার্থীদের বাংলা প্রথম পত্রের নৈর্ব্যক্তিক প্রশ্ন দেওয়ার ঘটনায় ৬ শিক্ষককে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব সুনির্মল দেউড়ি বিষয়টি নিশ্চিত করেছেন।

বিকেলে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাদেরকে পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় থেকে অব্যাহতি দেন।

একই সময়ে রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ২০১৮ সালের প্রশ্ন দেওয়ার অভিযোগ পাওয়া কেন্দ্র সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেনকে শোকজ করা হয়েছে।

অব্যাহতি পাওয়া শিক্ষকরা হলেন- সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের আমেনা বেগম ও জসিমউদ্দিন, রাজাপুর সিদ্দিকিয়া ইসলামিয়া দাখিলা মাদরাসার মো. আবদুল্লাহ, বাকিলা উচ্চ বিদ্যালয়ের দিপ্তি রানী সাহা, টঙ্গীরপাড় হাটিলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রহল্লাদ চন্দ্র রায় ও বিমল চন্দ্র দাস।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বৈশাখী বড়ুয়া জানান, দায়িত্বে অবহেলার দায়ে তাদেরকে অব্যাহতি প্রদান ও রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিবকে শোকজ করা হয়েছে।

তিনি জানান, হাজীগঞ্জ দারুল উলুম আহমাদীয়া কামিল মাদ্রাসা ইংরেজী শিক্ষক  মহসিন ও গণিতের শিক্ষক বদরুদ্দোজা কিরণকে শাস্তিমূলক বদলি হিসেব হাজীগগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে হল পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads