• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪২৯
সৌদিতে অংশ নিল ২০২ শিক্ষার্থী

সৌদি আরব থেকে এসএসসিতে অংশ নিল ২০২ শিক্ষার্থী

ছবি : সংগৃহীত

শিক্ষা

সৌদিতে অংশ নিল ২০২ শিক্ষার্থী

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৩ ফেব্রুয়ারি ২০১৯

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল শনিবার থেকে। সারা দেশের প্রায় সাড়ে তিন হাজার কেন্দ্রে এ পরীক্ষা নেওয়া হচ্ছে। বাংলাদেশের মতো সৌদি আরবের রিয়াদ এবং জেদ্দার দুটি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২০২ পরীক্ষার্থী। এর মধ্যে বাংলাদেশ আন্তর্জাতিক বিদ্যালয় ও মহাবিদ্যালয় রিয়াদ থেকে ৬৫ জন এবং জেদ্দা থেকে ১৩৭ জন পরীক্ষার্থী অংশ নেয়।

বাংলাদেশ সময়ের সঙ্গে মিল রেখে গতকাল স্থানীয় সময় সকাল ৭টায় কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করে। বাইরে অভিভাবকদের ভিড় দেখা যায়।

রিয়াদ কেন্দ্রে পরীক্ষার্থীর উপস্থিতি শতভাগ হলেও জেদ্দা কেন্দ্রে একজন শিক্ষার্থী অনুপস্থিত ছিল বলে জানিয়েছেন কেন্দ্র সচিব অধ্যক্ষ হামদুর রহমান। এছাড়া রিয়াদের ৩ জন নিয়মিত শিক্ষার্থী কেন্দ্র পরিবর্তন করে বাংলাদেশ থেকে পরীক্ষায় অংশ নিয়েছে।

রিয়াদ কেন্দ্রের পরীক্ষা পরিদর্শক রিয়াদ বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব (প্রথম) ফখরুল ইসলাম বলেন, সম্পূর্ণ নকলমুক্ত এবং অত্যন্ত সুন্দর একটি পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সঠিক সময়ে সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের পক্ষ থেকে নানা কার্যক্রম গ্রহণসহ বিভিন্ন সহযোগিতা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

রিয়াদ বাংলা স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আফজাল হোসেন বলেন, বাংলাদেশের মতো সৌদি আরবেও এবার ফুয়েল পেপারে নিরাপত্তা সহকারে প্রশ্নপত্র এসেছে এবং দূতাবাসের ভোল্ট থেকে স্কুল এবং দূতাবাসের দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশ্নপত্র পরীক্ষা কেন্দ্রে সরবরাহ করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads