• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
বেতন কমলো কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষা

বেতন কমলো কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ২১ অক্টোবর ২০১৯

এ যেন স্রোতের বিপরীতে হাটা। যেখানে দেশের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়সহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রতিযোগিতা করে শিক্ষার্থীদের মাসিক টিউশন ফি বৃদ্ধি করে, সেখানে কুমিল্লার খ্যাতিমান শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ অস্বাভাবিক ভাবে তাদের শিক্ষার্থীদের বেতন কমিয়ে দিল।

গতকাল রোববার দিবাগত রাতে কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ মিলনায়তনে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক এক মতবিনিময় সভায় কলেজের গর্ভনিং বডির সভাপতি ও শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বেতন কমানোর এ সিদ্ধান্তের কথা জানান। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের অধ্যক্ষ ড. একে এম এমদাদুল হক। মতবিনিময় সভার আগে কলেজের গভর্নিং বডির সভাপতি ও শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান গর্ভনিং বডির সভা করে এ সিদ্ধান্ত নেন।

কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজ প্রতিষ্ঠার পর থেকে ৬ষ্ট শ্রেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত এতদিন বেতন ছিল ৮০০ টাকা। এখন বেতন কমিয়ে করা হয়েছে ১০০ টাকা। নবম ও দশম শ্রেনীর এতদিন বেতন ছিল ১০০০ টাকা। এখন কমিয়ে করা হয়েছে ১৫০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীতে এতদিন বেতন ছিল ১৫০০ টাকা। এখন কমিয়ে করা হয়েছে ২০০ টাকা।

প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব নাজমুল হক খান বলেন, কলেজ অধ্যক্ষ ড. এ কে এম এমদাদুল হক আমাকে অনুরোধ করেছেন আমি যেন কলেজের শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে তাদের বেতন কমিয়ে দেই। তখন আমি জানতে চাইলাম আপনি কত কমাতে চান। তখন তিনি ৬ষ্ট শ্রেনী থেকে ৮ম শ্রেনী ৭০০ টাকা, নবম এবং দশম শ্রেনী ৮৫০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেনীর ১৩০০ টাকা কমাতে বললে আমিও শিক্ষার্থী ও অভিভাবকের কথা বিবেচনা করে তা কমিয়ে দেই। আর প্রতিষ্ঠানটি যখন একেবারে সরকারি পর্যায়ে চলে যাবে তখন আরো কমে বেতন অন্যান্য সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মতই হয়ে যাবে।

কুমিল্লা শিক্ষা বোর্ড সরকারি মডেল কলেজের বেতন কমানোর এ সিদ্ধান্ত নগরীতে ছড়িয়ে পড়লে সবার মাঝে কৌতুহল সৃষ্টি হয়। কারণ, যেখানে প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান গুলো গলাকাটা হারে বেতন বাড়াচ্ছে সেখানে এ প্রতিষ্ঠানটি বেতন কমিয়ে এক অনন্য নজির সৃষ্টি করল বলে অভিমত ব্যক্ত করলেন শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। তারা কলেজের গর্ভনিং বডির সভাপতি নাজমুল হক খান শিক্ষানুরাগী সভাপতি এবং অধ্যক্ষ ড এ কে এম এমদাদুল হক শিক্ষার্থী বান্ধব অধ্যক্ষ বলে অভিহিত করেছেন। সভায় কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবদুস সালাম, অতিরিক্ত জেলা প্রসাশক ( শিক্ষা ও আইসিটি) নুরুজ্জামান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রুহুল আমীন ভূইয়া, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জামাল নাছের, কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ বিলকিছ বেগমসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads