• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জৈষ্ঠ ১৪২৯
শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো দুই সপ্তাহ বাড়তে পারে: শিক্ষামন্ত্রী

ফাইল ছবি

শিক্ষা

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো দুই সপ্তাহ বাড়তে পারে: শিক্ষামন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০২ ফেব্রুয়ারি ২০২২

করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো দুই সপ্তাহ বাড়তে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, ‘করোনাভাইরাস বিষয়ক জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি আরও কিছুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে পরামর্শ দিয়েছেন। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

আজ বুধবার মোবাইল ফোনে সাংবাদিকরা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। 

তিনি বলেন, যেহেতু সংক্রমণ এখন প্রায় ৩০ ভাগ, সেহেতু ৬ তারিখের পর আরও এক সপ্তাহ দেখা যেতে পারে। আমরা নিয়মিত অবস্থা পর্যালোচনা করছি। প্রয়োজনে ভিন্ন সিদ্ধান্তও হতে পারে। 

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে ২১ জানুয়ারি থেকে দুই সপ্তাহের জন্য বন্ধ রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান। সশরীরে পাঠদান বন্ধ থাকবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এর আগেও দীর্ঘ দেড় বছর বন্ধ ছিল সশরীরে পাঠদান। সবকিছু সচল রেখে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। 

করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সব স্কুল, কলেজ ও সমপর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তবে বিশ্ববিদ্যালয়গুলো নিজ নিজ ক্ষেত্রে অনুরূপ ব্যবস্থা নেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্কুল-কলেজ বন্ধের পর অ্যাসাইনমেন্ট কার্যক্রম এবং অনলাইনে ক্লাস চালিয়ে নেওয়া হচ্ছে। তবে এই পদ্ধতিতে বৈষম্য দেখা দিয়েছে বলে ইউনিসেফও মনে করে।

ওমিক্রন থেকে মানুষকে রক্ষায় স্কুল-কলেজ বন্ধসহ কিছু বিধিনিষেধের শর্ত দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads