• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
পাকস্থলী সুস্থ রাখে মাল্টা

সংগৃহীত ছবি

স্বাস্থ্য

পাকস্থলী সুস্থ রাখে মাল্টা

  • ফয়জুন্নেসা মণি
  • প্রকাশিত ০১ নভেম্বর ২০১৮

মাল্টার ভিটামিন ‘সি’র উপাদান আমাদের শরীরে ক্যানসার প্রতিরোধে সাহায্য করে। এটি আমাদের শরীরের কোলন ক্যানসার ও ব্রেস্ট ক্যানসারের অন্যতম প্রতিষেধক হিসেবে কাজ করে। প্রতিদিন একটি করে মাল্টা খাওয়ার অভ্যাস দৃষ্টিশক্তি ভালো রাখে। রক্তের চর্বির পরিমাণ কমাতে মাল্টা সাহায্য করে। প্রবীণ, গর্ভবতী নারী, মাতৃদুগ্ধদানকারী মহিলাদের নিয়মিত মাল্টা খাওয়া উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা।

মাল্টায় আছে ভিটামিন ‘সি’, ভিটামিন ‘বি’, ক্যালসিয়াম, ফসফরাস ও চর্বিমুক্ত ক্যালরি। এর ওষুধি গুণাগুণও কম নয়। শীতকালীন ঠোঁটফাটা, হাত-পায়ের তালু ফাটা রোগ রোধ করে মাল্টা। সর্দি, নাক বন্ধ থাকা, টনসিলের সমস্যা, গলাব্যথা, জ্বর জ্বর ভাব, হাঁচি-কাশি, মাথাব্যথা, ঠান্ডাজনিত দুর্বলতাসহ এ-জাতীয় সমস্যা দূর করে মাল্টা। মাল্টা পাকস্থলীকে সুস্থ রাখে। মাল্টা ভিটামিন ‘সি’ সমৃদ্ধ ফল যা অ্যান্টি অক্সিডেন্টের উৎস। এটি ত্বকে সজীবতা বজায় রাখে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখে। মাল্টা ইনফেকশন প্রতিরোধে সহায়তা করে। এটি প্রদাহজনিত রোগ সারিয়ে তোলে। দাঁত, চুল, ত্বক ও নখের পুষ্টি জোগায়। এক গবেষণায় দেখা গেছে, যারা নিয়মিত মাল্টা খান, তাদের দাঁতের রোগ অনেক কম হয়। জিহ্বায় ঘা, ঠোঁটের ঘা, জ্বরের সময় জ্বরঠোসাসহ ত্বক জিহ্বার অনেক রোগ ভালো করে। নিয়মিত মাল্টা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads