• বুধবার, ১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪২৯
পেছনে পড়লেন সেলেনা

সেলেনা গোমেজ

ছবি : ইন্টারনেট

হলিউড

পেছনে পড়লেন সেলেনা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০১৯

দুজনই জনপ্রিয় মার্কিন সঙ্গীতশিল্পী। একজন আরিয়ানা গ্রান্ডে, অন্যজন সেলেনা গোমেজ। ছবি ও ভিডিও শেয়ারের জনপ্রিয় মাধ্যম ইনস্টাগ্রামে সবচেয়ে বেশি অনুসরণ করা নারীর তালিকায় এক নম্বরে ছিলেন মার্কিন গায়িকা, অভিনেত্রী সেলেনা গোমেজ। সম্প্রতি এই তারকাকে টপকে শীর্ষস্থান দখল করে নিয়েছেন আরেক তারকা, তিনি হলেন মার্কিন গায়িকা, গীতিকার ও অভিনেত্রী আরিয়ানা গ্রান্ডে।

ইনস্টাগ্রামে মার্কিন গায়িকা, অভিনেত্রী সেলেনা গোমেজের ফলোয়ারের সংখ্যা ছিল ১৪৬.২ মিলিয়ন। সেলেনাকে টপকে পপতারকা আরিয়ানা গ্রান্ডের ফলোয়ারের সংখ্যা এখন ১৪৬.৩ মিলিয়ন। গেল চার মাসে ১৩ মিলিয়ন নতুন ইনস্টাগ্রাম ফলোয়ার যোগ হয়েছে আরিয়ানা গ্রান্ডের অ্যাকাউন্টে। এই মাধ্যমে বেশ সক্রিয় তিনি।

আরিয়ানা গ্রান্ডের সুরের জাদুতে বিমোহিত হয় হাজার স্রোতার মন। তার অভিনয় যেন কথা বলে। সুর আর অভিনয় যেন তার জন্ম থেকেই বন্ধু। জন্ম ২৬ জুন ১৯৯৩ সালে ফ্লোরেডিয়ায়। আরিয়ানা গ্রান্ডে যখন তার মায়ের গর্ভে তখন তাদের পুরো পরিবার ইতালি থেকে ফ্লোরিডায় চলে আসে। তার ভাইয়ের নাম ইডওয়ার্ড বুটেরা।

মাত্র ১৩ বছর বয়সে আরিয়ানা গ্রান্ডে তার গান নিয়ে ভাবতে শুরু করেন। তিনি গানেই ক্যারিয়ার গড়বেন বলে ঠিক করে ফেলেন। আরিয়ানা অনেক জাজ মিউজিকও করেছেন। এর পাশাপাশি তিনি জড়িত ছিলেন নানা ধরনের চলচ্চিত্র এবং অভিনয়ের সঙ্গেও।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads